দাবা বিশ্বকাপে ফাহাদের সঙ্গী জান্নাতুল
আগেই দাবা বিশ্বকাপ খেলার স্বাদ পেয়েছেন ফাহাদ রহমান। বড় মঞ্চে দ্বিতীয়বারের মতো লড়াই করার অপেক্ষায় আন্তর্জাতিক মাস্টার। এ যাত্রায় একা যেতে হচ্ছে না তাকে। সঙ্গী হিসেবে পাচ্ছেন জান্নাতুল ফেরদৌসকে। প্রথমবারের মতো দাবা বিশ্বকাপে খেলার টিকিট কেটেছেন তিনি।
এশিয়ান জোনের বাছাইয়ে ওপেন বিভাগে শ্রেষ্ঠত্বের মুকুট পড়েছেন ফাহাদ ও জান্নাতুল। এরই সুবাদে আজারবাইজানে দাবা বিশ্বকাপে খেলার টিকিট তাদের হাতে। বড় সাফল্যের পর বুধবার (১০ মে) দুই দাবাড়ু পুরস্কার বুঝে নেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকা পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের হাত থেকে।
সাড়ে ৬ পয়েন্টে এককভাবে শীর্ষে ছিলেন ফাহাদ। আজ শেষ রাউন্ডে আরও এক পয়েন্ট অর্জন করে চ্যাম্পিয়ন হন তিনি। জান্নাতুল অবশ্য শেষ রাউন্ড ড্র করেছেন। তবে আগের দিনই সেরা হওয়ার বিষয়টি নিশ্চিত করেন মতিঝিল মডেল কলেজের এই শিক্ষার্থী।
আরও একবার বিশ্বকাপ নিশ্চিতের পর ফাহাদ বলেছেন, ‘ইউরোপের কিছু টুর্নামেন্টে আমি ধারাবাহিকতার মধ্যে ছিলাম। তাই অনেকটা সহজেই টুর্নামেন্টে প্রথম হলাম। আমাকে যদি বলা হয় কয়েকটি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন না জিএম নর্ম কোনটা নেবে? আমি জিএম নর্মই চাইব।’
অপরদিকে জান্নাতুল বলেছেন, ‘আসলে আমার এই টুর্নামেন্ট খেলারই কথা ছিল না। টেস্ট পরীক্ষা পেছানোয় খেলতে পারলাম। চ্যাম্পিয়ন হওয়ায় এখন বিশ্বকাপও খেলব।’
এসজি