ক্রীড়া বিশ্বে সবচেয়ে বেশি আয় রোনালদোর
ইউরোপ ছেড়ে সৌদি আরব গেলেও আয় কমেনি ক্রিশ্চিয়ানো রোনালদোর। বরং বেড়েছে। তারই প্রমাণ পাওয়া গেল ফোর্বসের তালিকায়। ক্রীড়া বিশ্বে সর্বোচ্চ আয় করা ১০ ক্রীড়াবিদের নাম প্রকাশ করেছে ম্যাগাজিনটি। ওই তালিকায় সবার উপরে আছে পর্তুগিজ যুবরাজ।
সবশেষ ডিসেম্বরে আড়াই বছরের চুক্তিতে আল নাসরে যোগ দেন রোনালদো। ফোর্বসের প্রতিবেদন অনুযায়ী, বিগত ১২ মাসে ৩৮ বছর বয়সী ফরোয়ার্ড আয় করেছেন ১৩৬ মিলিয়য়ন ডলার এবং সৌদি ক্লাবে তার বার্ষিক বেতন প্রায় ৭৫ মিলিয়নে পৌঁছেছে। মাঠে ও মাঠের বাইরে ক্রীড়াবিদদের পুরো আয় বিবেচনা করে তৈরি করা হয়েছে তালিকা।
রোনালদোর পরের স্থানে আছেন লিওনেল মেসি। তার আয়ের পরিমাণ ১৩০ মিলিয়ন। তার থেকে ২০ মিলিয়ন কম আয় নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন ২৪ বছর বয়সী কিলিয়ান এমবাপ্পে। তালিকায় সর্বকনিষ্ঠ অ্যাথলেট তিনি। সেরা পাঁচে থাকা অপর দুইজন- এনবিএ গ্রেট লেব্রন জেমস (১১৯.৫) এবং মেক্সিকান বক্সার কানেলো আলভারেজ (১১০)।
তালিকায় শেষ পাঁচজনের মধ্যে চারজন আমেরিকান। ষষ্ঠ ও সপ্তম স্থানে আছেন দুই আমেরিকান গলফার- ডাস্টিন জনসন (১০৭) এবং ফিল মাইকেলসন (১০৬)। অষ্টম ও নবম স্থানে দুই বাস্কেটবল খেলোয়াড়- স্টিফেন কারি (১০০.৪) এবং কেভিন ডুরান্ট (৮৯.১)। ৯ নম্বরে আছেন সাবেক টেনিস কিংবদন্তি রজার ফেদেরার (৯৫.১)।
এসজি