বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছায় সিক্ত অনূর্ধ্ব-১৭ দলের মেয়েরা
১ মে, সোমবার। সরকারি ছুটি। সর্বত্রই সুনসান নীরবতা। কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যস্ততা একটু বেশি। ভোরের আলো ফুটতে না ফুটতেই এসে হাজির এএফসি অনূর্ধ্ব-১৭ নারী বাছাই রাউন্ডে ‘ডি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে সুযোগ করে নেওয়া বাংলাদেশ দলের মেয়েরা।
মেয়েরা বিদায় হতে না হতেই আবার ব্যস্ততা বেড়ে যায় জাতীয় ক্রিকেট দলের দ্বিতীয় বহরের ইংল্যান্ড সফরের কারণে। যে বহরে ছিলেন আবার তামিম ইকবাল-মুশফিকুর রহিমের মতো ক্রিকেটার।
এএফসি বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিতে বাংলাদেশের মেয়েরা রবিবার (৩০ এপ্রিল) রাতে স্বাগতিক সিঙ্গাপুরকে হারিয়েছিল ৩-০ গোলে। খেলা শেষ হয়েছিল বাংলাদেশ সময় ৮টার দিকে। দ্বিতীয় পর্বে উঠার আনন্দ মেয়েরা মাঠেই উল্লাস করেন। কিন্তু সেখানে খুব বেশি সময় থাকতে পারেননি। কারণ রাতেই ছিল ঢাকায় ফেরার বিমান। ইউএস বাংলার বিএস-৩০৮ ফ্লাইটে তারা রওনা দিয়ে ঢাকা এসে পৌঁছান সকাল ৬টা ৩০মিনিটে।
বিমানবন্দরে বিজয়ী মেয়েদের বরণ করে নিতে উপস্থিত ছিলেন বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। তিনি একে একে বরণ করে নেন রুমাদের। তিনি সবার হাতে একটি করে ফুলের স্টিক তুলে দেন। করান মিষ্টি মুখ। মেয়েদের এমন সাফল্যে বাফুফের নির্বাহী কমিটির কেউ উপস্থিত ছিলেন না।
এবারের আসরে বাংলাদেশ প্রথম ম্যাচে তুর্কমেনিস্তানকে ৬-০ গোল ও স্বাগতিক সিঙ্গাপুরকে ৩-০ গোলে হারিয়ে ‘ডি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী রাউন্ডে জায়গা করে নেয়।
এমপি/এসজি