মিরাজের কাছে রান করাটাই মুখ্য
বাংলাদেশের আক্রমণাত্মক ক্রিকেটের সামনে বেসামাল আয়ারল্যান্ড। যদিও আয়ারল্যান্ড শেষ টি-টোয়েন্টি ম্যাচ জিতেছিল ৭ উইকেটে। কিন্তু তারপরও সেই ম্যাচে বাংলাদেশের আগ্রাসী মনোভাবের পরিবর্তন হয়নি। রঙিন পোশাক থেকে এবার সাদা পোশাকের দুনিয়াতেও বাংলাদেশ আগ্রাসী ক্রিকেট খেলবে। এটিও যথারীতি প্রয়োগ করা হবে আগামীকাল (৪ মার্চ) আয়ারল্যান্ডের বিপক্ষে শুরু হতে যাওয়া সিরিজের একমাত্র টেস্টে।
সোমবার (৩ এপ্রিল) মিরপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে এসে এমনটিই জানিয়েছেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ।
মিরাজ বলেন, ‘বর্তমানে কিন্তু সব ফরম্যাটেই আক্রমণাত্মক ক্রিকেট খেলা হচ্ছে। টেস্ট ক্রিকেটেও এখন আগ্রাসীভাবে খেলা হচ্ছে। তাই আমাদেরও লক্ষ্য থাকবে আক্রমণাত্মক ক্রিকেট খেলা।’
টেস্ট ক্রিকেট হচ্ছে ব্যাকরণ মেনে খেলা। নেই রান করার তাড়া। নেই চার-ছক্কার বাহাদুরি দেখানো। বিনোদন, রসিকতা টি-টোয়েন্টি আর ওয়ানডে ক্রিকেটে মজে থাকলেও প্রকৃত ক্রিকেটপ্রেমীরা এখনো টেস্ট ক্রিকেটের মাঝেই অপার সৌন্দর্য খুঁজে পান। তৃপ্তি পান। কিন্তু ইদানিং টেস্ট ক্রিকেটেও এসে লেগেছে সেই ধাক্কা। আগ্রাসী ক্রিকেটের ফলন দেখা যাচ্ছে টেস্ট ক্রিকেটেও। এর শুরুটা করেছে ইংল্যান্ড। যেখানে দুই দিন খেলেও ৫০০ রান করা সম্ভব হয়নি। এখন এক দিনেই ৫০০ রান হচ্ছে। এভাবেই টেস্ট ক্রিকেটে এসেছে পরিবর্তন। এবার বাংলাদেশ সেটি আয়ারল্যান্ডের বিপক্ষে প্রয়োগ করে দেখতে চায় পরীক্ষায় কী ফলাফল আসে।
মিরাজের কাছে মুখ্য হচ্ছে রান করা। তা যেভাবেই হোক। তিনি বলেন, ‘সাদা বল, লাল বল কোনো বিষয় না। দিন শেষে রান করাটাই মুখ্য। মূল বিষয়টা হলো রান করা। আমরা যদি ১০০ ওভার খেলে ৩৫০-৪০০ রান করতে পারি তাহলে দলের জন্য ভালো, খেলোয়াড়ের জন্যও ভালো।’
এমপি/এসজি