ইডেনে কেকেআরের প্রথম দুই ম্যাচের টিকিট নিয়ে হাহাকার
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) জনপ্রিয়তা আকাশচুম্বি। বাংলাদেশেও এর ব্যতিক্রম নয়। কিন্তু বাংলাদেশের মানুষের কাছে আইপিএলের চেয়ে বাংলাদেশের ক্রিকেটারদের খেলা দলগুলোর প্রতিই আগ্রহ বেশি। কলকাতা নাইট রাইডার্সে সাকিব একাধিক মৌসুম খেলাতে এই দল নিয়ে বাংলাদেশের মানুষের মাঝে আগ্রহ বেশি থাকে। আবার ভাষাগত একটি কারণও ছিল।
মোস্তাফিজ সানরাইজার্স হায়দারাবাদে খেলার কারণে দলটির প্রতি বাংলাদেশের মানুষের আগ্রহ বেড়েছিল খুব বেশি। মোস্তাফিজ হায়দারাবাদে না খেলাতে এখন আর এই দলের প্রতি বাংলাদেশের মানুষের আগ্রহ বিন্দুমাত্র নেই। কিন্তু কলকাতা নাইট রাইডার্সের প্রতি আগ্রহ ক্রমে বেড়েই চলেছে। এবার সেই আগ্রহের মাত্রাতে আরও বেশি উত্তাপ ছড়াচ্ছে। এই উত্তাপ ছড়ানোর কারণ সাকিবের পাশাপাশি লিটন দাসও নাম লেখানোতে। বুঝাই যাচ্ছে এবারের আইপিএল কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে বাংলাদেশের মানুষের মাঝে এক রকম উন্মাদনা তৈরি হবে।
এদিকে ইডেন গর্ডেনে কলকাতা নাইট রাইডার্সের প্রথম দুইটি ম্যাচ নিয়ে সেখানকার দর্শকদের মাঝে বিপুল আগ্রহ তৈরি হয়েছে। এই দুইটি ম্যাচের টিকিট অনলাইনে ইতোমধ্যে শেষ হয়ে গেছে বলে ভারতীয় এক গণমাধ্যম জানিয়েছে।
করোনার কারণে আইপিএলের গণ্ডি কমিয়ে এসেছিল। হোম অ্যান্ড অ্যাওয়েতে খেলা হয়নি। নির্দিষ্ট কয়েকটি ভেন্যুতে হয়েছিল খেলা। করোনা মহামারি পর এবার আবার দলগুলো নিজ নিজ ভেন্যুতে খেলার সুযোগ পাবে। নিজ মাঠে বসে নিজ দলের খেলার না দেখার খরা কাটাতেই ম্যাচ নিয়ে এই রকম আগ্রহ।
জানা গেছে ইতোমধ্যে আহমেদাবাদে গুজরাট টাইটানস ও চেন্নাই সুপার কিংসের উদ্বোধনী ম্যাচের টিকিটও শেষ হয়ে গেছে। সেই ধাক্কা লেগেছে কলকাতায় ৬ ও ২৩ এপ্রিলের দুইটি ম্যাচ নিয়ে।
৬ এপ্রিল কেকেআর খেলবে বিরাট কোহলির ব্যাঙ্গালুরু রয়েল চ্যালেঞ্জার্সের বিপক্ষে। পরের ম্যাচে প্রতিপক্ষ ধোনির চেন্নাই সুপার কিংস। আজ মঙ্গলবার (২৮ মার্চ) থেকে এই দুইটি ম্যাচের টিকিট অনলাইনে পাওয়া যাচ্ছে না। অথচ আইপিএল এখনো মাঠেই গড়ানি— বাকি আছে আরও ৩ দিন। কেকেআরের একটি ম্যাচ ৯ দিন ও আরেকটি ম্যাচের টিকিট ২৬ দিন আগেই শেষ!
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে ৬ এপ্রিলের ৭৫০ রুপি মূল্যের টিকিট শেষ হয়েছে। ১০০০ থেকে ৮০০০ রুপি মূল্যের টিকিট অবশ্য আছে। কিন্তু সেগুলো অনেকের পক্ষেই কেনা সম্ভব হচ্ছে না।
৬ এপ্রিল ম্যাচে বাংলাদেশের দুই ক্রিকেটার সাকিব ও লিটনকে দেখা যাবে না। ২৩ এপ্রিলের ম্যাচে তারা দলে থাকবেন বলে ধারণা করা হচ্ছে।
এমপি/আরএ/