সেই সেঞ্চুরির পুরস্কার পেলেন মিরাজ
মাত্র ৬৯ রানে নেই ৬ উইকেট। ভয়াবহ ব্যাটিং ধসের পর জিতল বাংলাদেশ। সেটাও ভারতের বিপক্ষে। এমন সাধ্য সাধন হয়েছিল মেহেদী হাসান মিরাজের আশীর্বাদে। ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন টাইগার অলরাউন্ডার। সেই সেঞ্চুরির পুরস্কার পেলেন মিরাজ।
জনপ্রিয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর বিবেচনায়, ২০২২ সালের সেরা ওয়ানডে পুরুষ ব্যাটিং পারফরম্যান্সের পুরস্কার জিতেছেন মিরাজ। গত বছরের ডিসেম্বরে ভারতের বিপক্ষে অসামান্য ব্যাটিংয়ের উপহার দেওয়া হয়েছে ২৫ বছর বয়সী ক্রিকেটারকে।
দেশের মাটিতে ওই ওয়ানডে সিরিজে ভারতকে ২-১ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। দুই ম্যাচেই জয়ের নায়ক ছিলেন মিরাজ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে লাল-সবুজ দেশকে জয়ের আনন্দে মাতান মোস্তাফিজুর রহমানের সঙ্গে ১০ম উইকেটে জুটি গড়ে।
ওই জয়ের ৪৮ ঘণ্টা না কাটতেই ফের বিশ্ব দেখে মিরাজের বীরত্ব। দ্বিতীয় ওয়ানডেতে ১৯তম ওভারে যখন বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৬৯ রান, তখন ব্যাটিংয়ে নামেন মিরাজ। ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে ৮৩ বলে ৮ চার ও ৪ ছক্কায় ১০০ রানের ঝলমলে এক ইনিংস উপহার দেন তিনি।
ম্যাচটিতে ৪৭তম ওভারে আউট হন মাহমুদউল্লাহ। তখন ৭১ বল খেলা মিরাজ ব্যাটিংয়ে ছিলেন ৬৬ রানে। পরের ১২ বলে তিন অঙ্কের রানে পৌঁছান তিনি। বাংলাদেশ পায় ২৭১ রানের পুঁজি, যা তাড়ায় ভারত থেমেছিল ২৬৬ তে। লাল-সবুজ দলও পায় ঐতিহাসিক সিরিজ জয়।
পুরনো সেই সুখের গল্প মনে করিয়ে দিল ক্রিকইনফো। তাদের বিবেচনায়, অতিদানবীয় ব্যাটিংয়ের স্বীকৃতি পেলেন মিরাজ।
আরএ/