অ্যাটলেটিকোতে অনন্য উচ্চতায় সিমিওনে
অ্যাটলেটিকো মাদ্রিদ ও ডিয়েগো সিমিওনের সম্পর্ক দীর্ঘকালের। সময়ের স্রোতে ওয়ান্দা মেট্রোপলিটাতে ইতিহাস গড়লেন এই কোচ। নিজেকে তুলেছেন অনন্য উচ্চতায়। ক্লাবটির ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচে ডাগআউটে দাঁড়ানোর কীর্তি গড়েছেন সিমিওনে।
শনিবার (৪ মার্চ) রাতে ঘরের মাঠে সেভিয়াকে আতিথেয়তা দেয় অ্যাটলেটিকো। মাদ্রিদের ক্লাবটির কোচ হিসেবে এটি তার ৬১৩তম ম্যাচ ছিল। তাতে প্রয়াত ক্লাব লিজেন্ড লুইস আরাগোনেসকে পেছনে ফেলেন ৫৪ বছর বয়সী আর্জেন্টাইন কোচ সিমিওনে। আরাগোনেস অ্যাটলেটিকোর ৬১২ ম্যাচে দায়িত্ব পালন করেছিলেন।
মাইলফলকের ম্যাচটি শুরুর আগে আরাগোনেসের ছেলে বিশেষ এক জার্সি উপহার দেন সিমিওনেকে। তাতে লেখা ছিল ‘লিজেন্ড সিমিওনে’। সন্তানদের উপস্থিতিতে বিশেষ এই সম্মাননা গ্রহণ করেন অ্যাটলেটিকো কোচ।
এরপর সিমিওনেকে ৬-১ গোলের দারুণ এক জয় উপহার দেয় শিষ্যরা। খেলোয়াড়ি জীবনে দুই স্পেলে অ্যাটলেটিকোর মিডফিল্ড সামলান সিমিওনে। কোচ হিসেবে দায়িত্ব নেন ২০১১ সালে। তার অধীনে ২০১৪ ও ২০২১ সালে লা লিগায় এবং ২০১৩ সালে কোপা দেল রে জিতেছে মাদ্রিদের ক্লাবটি।
এসজি