ফেরার অপেক্ষা বাড়ালেন নাদাল
বছরের শুরুতেই চোট বাঁধিয়েছেন রাফায়েল নাদাল। সেই ইনজুরির কারণে ফেরার অপেক্ষা বাড়ালেন এই স্প্যানিয়ার্ড। ইন্ডিয়ান্স ওয়েলসে এবং মিয়ামিতে মাস্টার্স-১০০০ ইভেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি।
গত মাসে অস্ট্রেলিয়ান ওপেনে দ্বিতীয় রাউন্ডে হারেন নাদাল। ম্যাককেঞ্জি ম্যাকডোনাল্ডের বিপক্ষে হারের ম্যাচে হিপ ইনজুরিতে পড়েন ২২ বারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন। সেই ধকল এখনো কাটিয়ে উঠতে পারেননি তিনি। ইন্ডিয়ান্স ওয়েলস ডিরেক্টর টমি হ্যাস বলেছেন, ‘আমরা রাফার সুস্থতা কামনা করি। আশা করি, পরের বছর তাকে আবার দেখতে পাব।’
ক্যালিফোর্নিয়ার ইভেন্টটির পর্দা উঠবে আগামী সপ্তাহে। এই মঞ্চে তিনবারের চ্যাম্পিয়ন (২০০৭, ২০০৯ এবং ২০১৩ সালে) নাদাল। গত বছর ফাইনাল হেরেছিলেন আমেরিকান টেলর ফ্রিটজের কাছে। এবার চোটের কারণে হচ্ছে না খেলা। তিন সপ্তাহ পর মঞ্চস্থ হওয়া মিয়ামি ওপেনও মিস করবেন তিনি।
নাদালের টার্গেট মন্টে কার্লোস মাস্টার্স, যেখানে তিনি ১১ বারের চ্যাম্পিয়ন। এক টুইট পোস্টে তিনি বলেছেন, ‘চিকিৎসকদের নির্দেশ অনুযায়ী সময় নিয়ে পুনর্বাসন, জিম এবং ফিজিওথেরাপি শুরু করলাম। সেরা অবস্থায় ফিরে আসার জন্য প্রস্তুত হচ্ছি আমি।’
এসজি