বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪ | ৮ কার্তিক ১৪৩১
Dhaka Prokash
Header Ad

ম্যানসিটিকে সামলাতে প্রস্তুত লিপজিগ

ম্যানচেস্টার সিটির বিপক্ষে সবশেষ দেখায় জয় পেয়েছিল লিপজিগ। কিন্তু জয়োল্লাস করার সৌভাগ্য হয়নি তাদের। কারণ ২-১ গোলে জিতেও গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো থেকে বিদায় নিতে হয়েছিল জার্মান ক্লাবটিকে, প্রথম লেগ হেরেছিল ৬-৩ ব্যবধানে।

চলতি মৌসুমে সেই বিদায়ের প্রতিশোধ নেওয়ার সুযোগ লিপজিগের সামনে। কেননা, এবারও একই মঞ্চে একই রাউন্ডে একই প্রতিপক্ষকে পেয়েছে তারা। আজ (২২ ফেব্রুয়ারি) শেষ ষোলোর প্রথম লেগে রেড বুল অ্যারেনায় লিপজিগের আতিথেয়তা নেবে ম্যানসিটি। যেখানে সিটিজেনদের সবশেষ সাক্ষাতে হারের তিক্ত স্বাদ দিয়েছিল তারা।

গত বছরই প্রথমবার ইউরোপ সেরা টুর্নামেন্টে ম্যানসিটির মুখোমুখি হয়েছিল লিপজিগ। আজ লড়বে তৃতীয়বারের মতো। তার আগে, রিয়াল মাদ্রিদের বিপক্ষে পাওয়া জয় থেকে আত্মবিশ্বাস যোগাচ্ছে জার্মান ক্লাবটি। গত অক্টোবরে চ্যাম্পিয়নস লিগের গ্রুপপর্বে নিজেদের মাঠে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ৩-২ গোলে পরাস্ত করেছিল তারা।

সেই প্রসঙ্গ সামনে এনে লিপজিগ অধিনায়ক উইলি অরবান বলেছেন, ‘অবশ্যই, এটা (ম্যানসিটি ম্যাচ) আমাদের জন্য বড় বড় চ্যালেঞ্জ হবে। কিন্তু আমরা এটা (জিততে) পারি- যেমনটা দেখিয়েছি রিয়াল মাদ্রিদের বিপক্ষে।’

লিপজিগ ফরোয়ার্ড এমিল ফোর্সবার্গ বলেছেন, ‘দুর্দান্ত একটি ম্যাচের অপেক্ষায় আমরা। মাঠে নামব জয়ের জন্যই।’

এদিকে, ম্যানসিটি শিবিরে রয়েছে লিপজিগের সবচেয়ে বড় শত্রু আর্লিং হালান্ড। গত গ্রীষ্মে বরুসিয়া ডর্টমুন্ড ছেড়ে প্রিমিয়ার লিগ ক্লাবে যোগ দেন তিনি। সিটিজেনদের হয়ে ৩১ ম্যাচে গোল করেছেন ৩২টি। হালান্ড যখন বুন্দেসলিগায় ছিলেন, তখন তার সবচেয়ে প্রিয় প্রতিপক্ষ ছিল লিপজিগ।

জার্মানিতে যেকোনো প্রতিপক্ষের চেয়ে লিপজিগের বিপক্ষে সবচেয়ে বেশি গোল করেছেন হালান্ড- ৪ ম্যাচে ৬ গোল। বিধ্বংসী হালান্ডকে কীভাবে থামাবে লিপজিগ? এই প্রশ্নের জবাবে অধিনায়ক অরবান বলে রেখেছেন, ‘ওকে থামানো অবশ্যই কঠিন, তবে আমাদের এটা সাহসের সঙ্গে করতে হবে।’

আজকের ম্যাচে অতীত পরিসংখ্যান ম্যানসিটিকে এগিয়ে রাখলেও সাম্প্রতিক পারফরম্যান্সে প্রায় সমানে সমান দুই দল। ইউরোপে সবশেষ পাঁচ ম্যাচে তাদের জয় ৩টি, ড্র ১টি এবং হার ১টি। প্রিমিয়ার লিগে শিরোপা জয়ের দৌড়ে আর্সেনালের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই চলছে ম্যানসিটির।

লিগ কাপ থেকে ছিটকে গেলেও সিটিজেনরা টিকে আছে এফএ কাপের মঞ্চে। অপরদিকে, বুন্দেসলিগায় টেবিলের পঞ্চম স্থানে রয়েছে লিপজিগ। শীর্ষে থাকা বায়ার্ন মিউনিখের চেয়ে ৪ পয়েন্ট তাদের। জার্মান কাপেও শিরোপার আশা জিইয়ে রেখেছে তারা। টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ বরুসিয়া ডর্টমুন্ড।

অতীত পরিসংখ্যান বলছে, চ্যাম্পিয়নস লিগে জার্মান প্রতিপক্ষের বিপক্ষে ম্যানসিটি তাদের সবশেষ ১৭ ম্যাচের মাত্র ১টিতে হেরেছে। জয় ১৪টি এবং ড্র ২টি। টুর্নামেন্টের শেষ ষোলোতে এ নিয়ে চতুর্থবার ইংলিশ প্রতিপক্ষকে পেয়েছে লিপজিগ। এর মধ্যে তিনবারই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে তারা। এবার ম্যানসিটির মুখোমুখি হওয়ার আগে চোটের ধাক্কাও লেগেছে তাদের শিবিরে। ইনজুরির কারণে মার্কো রোজ পাচ্ছেন না পিটার গুলাস্কি, দানি ওলমো এবং আবদু দিয়ালোর সার্ভিস। তবে ক্রিস্টোফার এনকুনকুর ফেরায় স্বস্তি ফিরেছে লিপজিগ শিবিরে।

অপরদিকে, ম্যানসিটি শিবিরে চোট নিয়ে নেই তেমন দুশ্চিন্তা। দলের বাইরে আছেন কেবল জন স্টোনস। বাকি সবাই প্রস্তুত পেপ গার্দিওলাকে সার্ভিস দিতে।

এসজি

Header Ad

গণমাধ্যমে ছাত্রলীগের প্রচার না করার আহ্বান মাহফুজ আলমের

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম জানিয়েছেন, আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতীম সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে এই ছাত্র সংগঠনকে নিষিদ্ধ সত্তা হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। এ অবস্থায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের প্রচার-প্রসারে গণমাধ্যমকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক বিফ্রিংয়ে এসব কথা বলেন তিনি। বিফ্রিংয়ে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম প্রমুখ।

মাহফুজ আলম বলেন, ‘কয়েকটি সংবাদপত্রে হামলার বিষয়ে একটা তথ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমরা শুনেছি। আমাদের দিক থেকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, সংবাদপত্রের ওপরে কোনো ধরনের হামলা এই সরকার বরদাশত করবে না। কোনো দিক থেকে যদি আঘাত আসে তবে আমরা আইনগত ব্যবস্থা নেবো।’

ছাত্রলীগের প্রচার না করার আহ্বান জানিয়ে মাহফুজ আলম বলেন, ‘আরও একটা বিষয় আমরা বলছি। ছাত্রলীগ এখন আইনগত একটি নিষিদ্ধ সংগঠন। ছাত্রলীগের প্রচার-প্রসারে আইনগত ব্যারিয়ার আছে। আপনারা যারা সংবাদমাধ্যমে আছেন তারা এই দিকটা একটু খেয়াল রাখবেন, যাতে সন্ত্রাসী সংগঠনের প্রচারে আপনারা ভূমিকা না রাখেন।’

Header Ad

এ বছর সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না

ছবি: সংগৃহীত

এ বছর সরকারি খরচে কাউকে হজে না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এ কথা জানান।

তিনি বলেন, এ বছর কেউ সরকারি অর্থে হজে যাবেন না। হজ ব্যবস্থাপনার জন্য যাদের যেতে হয় কেবল তারা যাবেন। হজের ব্যয় কমানোর চেষ্টা করা হচ্ছে। যতটা সম্ভব চেষ্টা করা হচ্ছে। হজের প্যাকেজ এই মাসের শেষেই ঘোষিত হবে। তখন আপনারা দেখতে পারবেন আমরা কতটা কমিয়েছি।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, হজ নিয়ে আমাদের ব্যবস্থাপনা সৌদির ব্যবস্থাপনা সবকিছু মিলিয়ে করতে হয়। সেহেতু ৩০ তারিখ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে।

বিফ্রিংয়ে উপস্থিত ছিলেন- প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম, প্রেস সচিব শফিকুল আলম প্রমুখ।

Header Ad

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় অর্থাৎ বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১ হাজার ২৯ জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মারা যাওয়া ৪ জনের মধ্যে ২ জন পুরুষ ও ২ জন নারী। তাদের মধ্যে একজন বরিশাল বিভাগের, দুজন ঢাকা উত্তর সিটি করপোরেশনের এবং একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ২৬৮ জন। মোট আক্রান্ত হয়েছেন ৫৪ হাজার ২২৫ জন।

Header Ad

সর্বশেষ সংবাদ

গণমাধ্যমে ছাত্রলীগের প্রচার না করার আহ্বান মাহফুজ আলমের
এ বছর সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু
আতিফ আসলামের কনসার্টের টিকিট শেষ, স্টেডিয়ামের অনুমতি এখনো বাকি
সরকারি চাকরিতে বয়সসীমা ৩২ প্রত্যাখ্যান, ৩৫ বছর দাবি শিক্ষার্থী সমন্বয় পরিষদের
এক মাসে মুদ্রার রিজার্ভ বাড়ল ২৪ কোটি ডলার
নিষিদ্ধ সংগঠনের সদস্যদের জন্য সরকারি চাকরিতে নিষেধাজ্ঞা
কুবিতে র‍্যাগিং ও মাদক বন্ধে ৪ নির্দেশনা প্রক্টরিয়াল বডির
সাবেক গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন গ্রেফতার
শেখ হাসিনার ‘সঠিক অবস্থান’ জানাল ভারতীয় গণমাধ্যম
গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ ৩ জনের অব্যাহতি
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান পুতিনের
সিন্ডিকেট ভাঙতে কৃষিবাজার চালুর উদ্যোগ: উপদেষ্টা আসিফ মাহমুদ
‘টারজান’ খ্যাত অভিনেতা রন এলি মারা গেছেন
পাচারকৃত টাকা ফেরাতে সহায়তা করবে বিশ্বব্যাংক-আইএমএফ
বিসিএস পরীক্ষা দেওয়া যাবে সর্বোচ্চ ৩ বার
ধর্ষণ মামলায় খালাস পেলেন মামুনুল হক
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর অনুমোদন
রিমান্ড শেষে কারাগারে সালমান-কাফী-জ্যোতি
ছাত্রলীগের বিবৃতি প্রচার নিষিদ্ধ