ভিক্টোরিয়ান্সের জয়ে কুমিল্লাজুড়ে উচ্ছ্বাস
বাংলাদেশ প্রিমিয়া লিগে (বিপিএল) কুমিল্লা ভিক্টোরিয়ান্স চ্যাম্পিয়ন হওয়ায় উৎসবের নগরীতে পরিণত হয় কুমিল্লা। খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে নগরীর নানা প্রান্তে থাকা মানুষজন উল্লাসে মেতে উঠে। মিছিল নিয়ে জড়ো হতে থাকেন নগরীর প্রাণ কেন্দ্র কান্দিরপাড়ে। ‘কুমিল্লা-কুমিল্লা’-শ্লোগানে উৎসবে মেতে উঠেন ক্রিকেটপ্রেমী কুমিল্লার মানুষ।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারী) রাতে সিলেট স্ট্রাইকার্সকে উড়িয়ে দিয়ে বিপিএলে চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে কুমিল্লা। খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে উল্লাসের ঢল নামে কুমিল্লা শহরে। নগরীর বিভিন্ন এলাকা থেকে মানুষজন মিছিল নিয়ে কান্দিরপাড়ে এসে জড়ো হতে থাকেন। এ সময় মিছিল আর শ্লোগানে উত্তাল করে তুলেন নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড়। এ ছাড়াও আতশ বাজি ফুটিয়ে, ঢোল-বাদ্য বাজিয়ে উচ্ছ্বাসে মেতে উঠেন তারা।
নগরীর ঝাউতলা এলাকা থেকে মিছিল নিয়ে আসা যুবক রানা বলেন, বিপিএলে বরাবরই কুমিল্লা সেরা দল। ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হয়ে কুমিল্লা আবারও সেরার প্রমাণ দিল। দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের আমরা অভিনন্দন জানাই।
ছোটরা এলাকা থেকে আসা নাজির আহমেদ জানান, আমরা সত্যিই আনন্দিত ও উচ্ছ্বসিত। ভিক্টোরিয়ান্স আমাদেরকে আনন্দে ভাসিয়ে দিয়েছে। আজ রাতে আমরা কেবল আনন্দে মেতে থাকব।
এসআইএইচ