শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ | ১৪ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

কুমিল্লার চার নাকি সিলেটের প্রথম

প্রকৃতিতে এখন ঋতুরাজ বসন্ত। বসন্তের সুশীতল বাতাসে ফাগুনের র্স্পশে দেহমনে অন‌্য রকম এক দোলা দিয়ে যায় সর্বত্র। প্রকৃতির দিকে থাকলেই মনে হবে দুঃখ বলে নেই কোনো কিছু। কান পাতলেই শোনা যায় সুখের স্বর্গ রাজ‌্য। অপরিমেয় এক সুখ বিরাজ করছে সর্বত্র। ফাগুনের এই ঢেউ কিন্তু লেগেছে বিপিএলেও। ঋতু রাজের প্রথম দিন অনেকেই মাঠে এসেছিলেন ফাগুনের পরিবেশে। কিন্তু আজ মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সন্ধ‌্যা সাড় ৬ টায় সিলেট স্ট্রাইকার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ানসের যে শিরোপা নির্ধারণী চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে, সেখানে কিন্তু ফাগুনের হাসিমাখা পরিবেশ সর্বত্র থাকবে না। সুখের পাশাপাশি থাকবে দুঃখও। জয়ী দল সুখের পায়রা হয়ে উড়বে আকাশে। হেরে যাওয়া দলকে হয়ত খুঁজেই পাওয়া যাবে না। অন্তরে জ্বলবে তাদের তুষের আগুন!

চরম বিশৃঙ্খলা আর বিতর্কের মধ‌্য দিয়ে যে বিপিএলের নবম আসরের যাত্রা শুরু হয়েছিল, তার সমাপ্তি হতে যাচ্ছে সবার অন্তর ছুঁয়ে। এই যে হৃদয় ছুঁয়ে যাওয়া সমাপ্তি হতে যাচ্ছে, সেখানে কিন্তু নেই আয়োজকদের কোন কৃতিত্ব! কুড়ি ওভারে ম‌্যাচ মানেই হবে চার-ছক্কার ‍ফুলঝরি। হবে রান ফোয়ার ম‌্যাচ। যা এবারের আসরে ব‌্যাপকভাবে প্রদর্শীত হয়েছে। এই প্রদশর্নই দর্শকদের অন্তর ছুঁয়ে গেছে। কারণ তারা বোলারদের উইকেট প্রাপ্তির চেয়ে ব‌্যাটসম‌্যানদের চার-ছক্কাই দেখতে বেশি পছন্দ করেন। আজকের শিরোপা নির্ধারণী ম‌্যাচেও কী থাকবে সেই চার-ছক্কার বাহারি প্রদর্শন? দর্শকদের চাহিদা কিন্তু সে দিকেই ভারী বেশি!

বিপিএল কী নতুন চ‌্যাম্পিয়ন সিলেট স্ট্রাইকার্সকে পাবে, নাকি কুমিল্লা ভিক্টোরিয়ানসকে চতুর্থ শিরোপা উপহার দেবে? মাশরাফি পঞ্চমবার তার নেতৃত্ব শিরোপা জিতবেন, নাকি ইমরুল কায়েস তৃতীয়বার (এ ছাড়া একবার জিতেছেন খেলোয়াড় হিসেবে মাশরাফির নেতৃত্বে) জিতবেন অধিনায়ক হিসেবে? কে হাসবেন শেষ হাসি?

বিপিএলের ফাইনালে এবার পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দলই আজ ফাইনালে মুখোমুখি হচ্ছে। ১২ ম‌্যাচে সিলেট স্ট্রাইকার্সের পয়েন্ট ছিল ১৮। কুমিল্লা ভিক্টোরিয়ানসেরও পয়েন্ট ছিল ১৮। নেট রান রেটে সিলেট এক-এ উঠে যায়। কুমিল্লা চলে যায় দুইয়ে। এরপর প্রথম কোয়ালিফায়ারে কুমিল্লা ৬ উইকেটে সিলেটকে হারিয়ে ফাইনালে চলে যায়। সিলেটের বাড়ে অপেক্ষা। পরে দ্বিতীয় কোয়ালিফায়ারে তারা রংপুর রাইডার্সকে ১৯ রানে হারিয়ে প্রথমবারের মত জায়গা করে নেয় ফাইনালে। বিপিএলের শুরু থেকে এবার সিলেট শীর্ষ স্থান ধরে রেখেই ফাইনালে উঠে আসে। কুমিল্লার অবস্থা ছিল নাজুক। তারা প্রথম তিন ম‌্যাচেই হেরে গিয়েছিল। পরে টানা ৯ ম‌্যাচ জিতে প্লে অফে উঠে আসে। পয়েন্ট টেবিলের দুইয়ে তারা জায়গা করে নিয়েছিল ১০ম‌্যাচ পর শেষ দুই ম‌্যাচে। তার আগ পর্যন্ত দুইয়ে ছিল ফরচুন বরিশাল। কিন্তু শেষ দুই ম‌্যাচে হেরে তারা পয়েন্ট টেবিলের চারে নেমে যায়। কুমিল্লা উঠে আসে দুইয়ে।

দুই দলের এবারের আসরের আজ হবে চতুর্থ লড়াই। দুই দলের ম‌্যাচের একটা বড় বৈশিষ্ট্য ছিল আগে ব‌্যাট করা দলের জয়। আগের তিনবারে প্রথমবার সিলেট জয়ী হয়েছিল। পরের দুইবার কুমিল্লা। কিন্তু কোনো ম‌্যাচই সেভাবে হাই স্কোরিং হয়নি। কুমিল্লার জয় পাওয়া দুইটি ম‌্যাচ ছিল লো-স্কোরিং। সিলেটের ৫ উইকটে জেতা ম‌্যাচে কুমিল্লা ৬ উইকেটে করেছিল ১৪৯ রান। ১৭.৪ ওভারে সিলেট রান টপকে গিয়েছিল ৫ উইকেট হারিয়ে। ফিরতি মোকাবিলাতে সিলেট এবার আগে ব‌্যাট করে অলআউট না হলেও পুরো ২০ ওভার খেলে ৭ উইকেটে মাত্র ১৩৩ রান করেছিল। যে রান পাড়ি দিতে গিয়ে কুমিল্লাকে হারাতে হয়েছিল ৫ উইকেট। খেলতে হয়েছিল ১৯ ওভার। প্রথম কোয়ালিফায়ারেও সিলেট আগে ব‌্যাট করে খুবই নাজুক অবস্থায় ছিল। ১৭.১ ওভারে মাত্র ১২৫ রানে অলআউট হয়েছিল। কুমিল্লা ১৬.৪ ওভারে ৬ উইকেট হারিয়ে ম‌্যাচ জিতে প্রথম সুযোগেই ফাইনালে উঠে আসে। সবারই চাওযা জয়-পরাজয় যাই হোক জমজমাট হাই স্কোরিং ম‌্যাচ যাতে হয়।

ব‌্যাটি-বোলিংয়ে সিলেট এক সময় সমান শক্তিশালী হলেও পাকিস্তানের মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিম চলে যাওয়ার পর সেখানে ঘাটতি পড়ে যায়। সেই শূন‌্যতা তারা কিছুটা পূরণ করতে পেরেছে দক্ষিণ আফ্রিকার বাঁহাতি স্পিনার জর্জ লিন্ডে ও ইংল‌্যান্ডের লুক উডকে এনে। দ্বিতীয় কোয়ালিফায়ারে দুই জনেই ভালো বোলিং করেছেন। লুক উডতো ৩৪ রানে নিয়েছিলেন ৩ উইকেট। জর্জ লিন্ডে ৩৩ রান দিয়ে অবশ‌্য কোনও উইকেট পাননি। এদেরে সঙ্গে মাশরাফির নেতৃত্বে রুবেল হোসের, তানজিম হাসান সাকিব, রেজাউর রহমানরাতো আছেনই।

সিলেটের বড় শক্তি ব‌্যাটিং লাইন। দারুণ ফর্মে আছেন সর্বোচ্চ রান সংগ্রহকারীর লড়াইয়ে থাকা দুই ব‌্যাটসম‌্যান নাজমুল হোসনে শান্ত (৪৫২) ও তৌহিদ হৃদয় (৪০৩)। এই দু্ই জনের পরের দুইটি স্থানও দেশি ক্রিকেটারদের। মুশফিকুর রহিমের ২৮৩ ও জাকির হাসানের ২৫০। এরপর ১৬৫ রান করে পঞ্চম স্থান আছেন লঙ্কান থিসারা পেরেরা তবে ফাইনালে আসার লড়াইয়ে সবার ছিল ছোট ছোট কার্যকরী অবদান। এরা ছাড়াও জর্জ লিন্ডে, মাশরাফি, রায়ান বার্লও ক‌্যামিও ইনিংস খেলেছিলেন। মাশরাফিতো প্রথম কোয়ালিফায়ারে পাঁচে ও দ্বিতীয় কোয়ালিফায়ারে তিনে ব‌্যাটিং করে ২৬ ও ২৮ রানের মহা মূল‌্যবান ইনিংস খেলেছিলেন।

কুমিল্লা ব‌্যাটিং-বোলিংয়ে দুই দিক দিয়েই সমান শক্তিশালী। বিশেষ করে তাদের দুই পাকিস্তানি মোহাম্মদ রিজওয়ান ও খুশদিল শাহ চলে যাওয়ার পর মঈন আলী, সুনিল নারিন, আন্দ্রে রাসেলকে এনে রিপ্লেসমেন্ট হয়েছে যথাযথ। সুনিল নারিন ইনিংসের শুরুতেই এ যেভাবে বিধ্বংসি ব‌্যাটিং করেন, তা সিলেটের জন‌্য খুব বড় ধরনের সতর্কবাতা। আন্দ্রে রাসেলও একই ধারায় ব্যাটিং করতে পটু। মাত্র দুই ম‌্যাচ খেলে তারা তার প্রমাণ রেখছেন আরেকবার। মঈন আলীকে নিয়ে নতুন করে কিছু জানানোর নেই। এই তিন জনেরই ব‌্যাটিং বোলিং কুমিল্লার জন‌্য বড় সম্পদ। এ ছাড়া ব‌্যাটিংয়ে আছেন আসরের চতুর্থ সেঞ্চুরিয়ান জনসন চার্লসও।

কুমিল্লার ব‌্যাটিং লাইন বেশ লম্বা আর শক্তিশালী। চার বিদেশির সঙ্গে লিটন কুমার দাস, অধিনায়ক ইমরুল কায়েস, মোসাদ্দেক হোসেনতো আছেনই। বোলিংও আরও শক্তিশালী। সুনিল নারিন, আন্দ্রে রাসেল ও মঈন আলীর সঙ্গে মোস্তাফিজ, তানভীর আর মুকিদুল। এদের কারণেই সিলেট পরের দুইবার মোটেই সুবিধা করতে পারেনি।

ফাইনালে টস খুবই গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে। আগের তিন বারের মোকাবিলাতে যে দল টস জিতেছে, সেই দলই আগে বোলিং বেছে নিয়েছে। পরে জিতেছে ম‌্যাচ।

এমপি/আরএ/

Header Ad

যুগ্মসচিব নিশাত রাসুলকে ওএসডি

নিশাত রাসুল। ছবি: সংগৃহীত

জাতীয় উন্নয়ন প্রশাসন অ্যাকাডেমির পরিচালক (যুগ্মসচিব) কাজী নিশাত রাসুলকে ওএসডি করা হয়েছে। একই সঙ্গে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব) হিসেবে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে রাষ্ট্রপতির আদেশক্রমে সই করেছেন উপসচিব মো. তৌহিদ বিন হাসান।

এতে আরও বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Header Ad

সমন্বয়কদের ওপর হামলা হালকাভাবে দেখছে না সরকার: উপদেষ্টা রিজওয়ানা

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ওপর হামলার বিষয়টি সরকার হালকাভাবে দেখছে না বলে জানিয়েছেন পরিবেশবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাতে ফরেন সার্ভিস অ্যাকাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, সমন্বয়কদের ওপর হামলার বিষয়টিকে হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই। সমন্বয়করা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে জাতিকে যেভাবে ঐক্যবদ্ধ করার প্রয়াস চালাচ্ছেন, তাদের বিবেককে যেভাবে জাগ্রত করছেন, এটা নিশ্চয়ই অনেকের স্বার্থে লাগবে। তাদের নিরাপত্তা বিষয়টি কেবিনেটে আলোচনা হয়েছে। তাদের যে নিরাপত্তার প্রয়োজন, এটা আলোচিত হয়েছে। তবে এ ব্যাপারে বিস্তারিত কোনো সিদ্ধান্ত হয়নি।

তিনি আরও বলেন, সারা দেশের কোর্টের নিরাপত্তা নিয়ে কথা হয়েছে। সবাইকে সংযত থাকতে হবে, ধৈর্য ধরতে হবে। হয়ত আপনার দাবি যৌক্তিক, কিন্তু আপনার দাবি আদায়ের পদ্ধতি যদি বেআইনি, ধ্বংসাত্মক হয়ে যায় সেই ক্ষেত্রে ন্যায্য দাবিও পূরণ করতে পারবেন না। আজকে প্রধান বিচারপতিও উদ্বেগ জানিয়েছেন। আমরা সবাইকে বলবো, এই জাতীয় ধ্বংসাত্মক ও অবমাননামূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকুন। কারও বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে অভিযোগ দায়ের করার প্ল্যাটফর্মে আছে। কিন্তু ধংসাত্মক প্রক্রিয়া বেচে নিলে কারও কোনো লাভ হবে না।

এসময় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলম উপস্থিত ছিলেন।

Header Ad

এক সপ্তাহ পর বেনাপোল থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু

ফাইল ছবি

নৌ-পরিবহন মন্ত্রণালয় ও স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দের ফলপ্রসূ আলোচনার পর বেনাপোল থেকে দূরপাল্লার সকল বাস ছাড়ার সিদ্ধান্ত হয়েছে।

পরিবহন মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের দাবি মেনে নেওয়ায় বাস চলাচলের সিদ্ধান্ত হয়েছে বলে জানান বেনাপোল পরিবহন ম্যানেজার সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান।

মিজান বলেন,নৌ পরিবহন মন্ত্রণালয়ে বৃহস্পতিবার বিকেলে পরিবহন মালিক সমিতির সাথে এবং নৌ-পরিবহন উপদেষ্টা ও বন্দর চেয়ারম্যানের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ১৫ জন পরিবহন মালিক বেনাপোলস্থ চারজন পরিবহন স্টাফ এবং নৌ উপদেষ্টা ও বন্দরের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

সিদ্ধান্ত হয় এখন থেকে ঢাকা থেকে ছেড়ে আসা পরিবহন বাস বেনাপোল চেকপোস্টের বন্দর টার্মিনালে যাত্রী নামিয়ে সেখানেই অবস্থান করতে পারবে। বন্দর টার্মিনাল থেকে যাত্রী উঠিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হতে পারবে। এ সময় রাস্তায় কোনোভাবে কোনো বাস দাঁড়াতে পারবেনা। তবে আন্ত জেলার বাসগুলো বেনাপোল পৌর বাস টার্মিনালেই থাকতে হবে ।সেখানেই যাত্রী নামাবে এবং সেখান থেকেই যাত্রী উঠিয়ে দেশের বিভিন্ন জায়গায় যেতে হবে। আন্তজনের কোনো বাসকে বেনাপোল চেকপোষ্টে প্রবেশ করতে দেয়া হবে না। তিনি আরো বলেন আমাদের প্রস্তাবিত দাবি মেনে নেয়ায় বেনাপোল থেকে সকল পরিবহন বাস চলাচলের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক মামুন কবির তরফদার জানান, স্থলবন্দরের চেয়ারম্যান মানযারুল মান্নান স্যার আমাকে বেনাপোল স্থলবন্দর বাস টার্মিনাল খুলে দেওয়ার জন্য জানিয়েছেন। স্যারের নির্দেশ মোতাবেক টার্মিনালের গেট খুলে দেওয়া হয়েছে। এখান থেকে ঢাকা থেকে যেসব পরিবহন গুলো বেনাপোল আসে সেসব পরিবহন চেকপোস্ট টার্মিনাল থেকে যাত্রী উঠাতে পারবে এবং যাত্রী নামাতে পারবে ।তবে রাস্তায় কোনো বাস দাঁড়াতে দেয়া হবেনা।

Header Ad

সর্বশেষ সংবাদ

যুগ্মসচিব নিশাত রাসুলকে ওএসডি
সমন্বয়কদের ওপর হামলা হালকাভাবে দেখছে না সরকার: উপদেষ্টা রিজওয়ানা
এক সপ্তাহ পর বেনাপোল থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু
আমাকে রংপুরের একজন উপদেষ্টা ভাববেন: ড. ইউনূস
দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে, এখন গড়ার পালা: তারেক রহমান
রেলের নতুন মহাপরিচালক হলেন আফজাল হোসেন
২২ হাজার ৫০০ কোটি টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক
বিচারককে ডিম ছুড়ে মারা আইনজীবীদের সনদ বাতিল হবে: খোকন
নাম থেকে ‘বচ্চন’ উপাধি ফেলে দিলেন ঐশ্বরিয়া, তবে কি বিচ্ছেদ চূড়ান্ত
আওয়ামী লীগকে নিষিদ্ধের পক্ষে নেই বিএনপি: মাহমুদুর রহমান মান্না
সংসদ সদস্য হিসেবে প্রথমবার সংসদে প্রিয়াঙ্কা গান্ধী, নিলেন শপথ
ইউক্রেনকে লক্ষ্য করে ১৮৮ মিসাইল-ড্রোন ছুড়ল রাশিয়া
৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, ক্যাডার পদ ৩ হাজার ৪৮৭
রাষ্ট্র সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ইসকন নিষিদ্ধের বিষয়টি দেখছে
৯ দফা দাবিতে সচিবালয়ে মহাসমাবেশের ডাক
চিন্ময় কৃষ্ণ দাসের দায় নিতে অস্বীকার ইসকনের
ঝাঁটাপেটা খেয়ে পালিয়ে দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে: সোহেল তাজ
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি বিকেলে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে
বকেয়া বেতনের দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
রাজধানীতে হাসনাতকে আবারও ট্রাক চাপা দিয়ে হত্যার চেষ্টা