প্রতিভার সন্ধানে তৃণমূলে অ্যাথলেটিকস ফেডারেশন
তৃণমূল থেকে প্রতিভা বের করে আনার মিশনে নেমেছে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন। দেশুব্যাপী শুরু করতে যাচ্ছে ‘শেখ কামাল আন্তঃস্কুল ও মাদরাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা। ১৪-২৮ জানুয়ারি ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে, ১-৫ ফেব্রুয়ারি জেলা পর্যায়ে এবং ৯-১৩ ফেব্রুয়ারি বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এরপর অনুষ্ঠিত হবে জাতীয় পর্যায়ের খেলা। তারিখ জানানো হবে পরে।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বঙ্গবন্ধু স্টেডিয়ামস্থ সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান অ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া। এ সময় উপস্থিত ছিলেন ছিলেন যুব ও ক্রীড়া সচিব ড. মহিউদ্দীন আহমেদ, বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রকিব মন্টু, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. হুমায়ূন কবির।
অ্যাথলেটিকস ফেডারেশন আশা করছে এই প্রতিযোগিতার মাধ্যমে প্রতিভা বের হয়ে আসবে। ফেডারেশনের সভাপতি বলেন, এই প্রতিযোগিতায় প্রায় ২০ লাখ শিক্ষার্থী অংশগ্রহণ করবে। এখান থেকেই আমরা দেশের দ্রুততম মানব ও মানবী পাব।’
এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে দুইটি গ্রুপে। একটি ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ‘ক’ গ্রুপ। যেখানে থাকবে ১০০ মিটার, ২০০ মিটার, উচ্চলম্ফ ও দীর্ঘলম্ফ ইভেন্ট। অপরটি নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ‘খ’ গ্রুপ। এখানে থাকবে ১০০ মিটার, ২০০ মিটার, ৪০০ মিটার, ৮০০ মিটার, ১৫০০ মিটার দৌড়, উচ্চলম্ফ (হাই জাম্প), দীর্ঘ লম্ফ (লং জাম্প), ট্রিপল জাম্প, জেভলিন থ্রো, শটপুট, ডিসকাস থ্রো ও ১০০ মিটার রিলে ইভেন্ট।
এমপি/এসএন