মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫ | ১২ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

হৃদয়-শান্তর হাফ সেঞ্চুরিতে সিলেটের সংগ্রহ ২০১

নবম বিপিএলের সেনসেশন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য তৌহিদ হৃদয়ের (৮৪) আরেকটি নজরকাড়া হাফ সেঞ্চুরির সঙ্গে নাজমুল হোসেন শান্তরও (৫৭) হাফ সেঞ্চুরিতে সিলেট স্ট্রাইকার্স রানের পাহাড় গড়ে এবারের বিপিএলে প্রথম দল হিসেবে দুইশ অতিক্রম করে সংগ্রহ করেছে ৮ উইকেটে ২০১ রান। তোহিদ হৃদয়ের এটি ছিল টানা তৃতীয় ও নাজমুল হোসেন শান্তর দ্বিতীয় হাফ সেঞ্চুরি।

প্রচণ্ড শৈত‌্যপ্রবাহ ও ঘন কুয়াশার কারণে এবারের বিপিএলের দ্বিতীয় ম‌্যাচে টস জয় একটা বড় ফ‌্যাক্টর হয়ে উঠেছে। টস জেতা মানেই চোখ বুঝে ফিল্ডিং নেওয়া। এসময় প্রতিপক্ষ যত রানই করুক না কেন, দ্বিতীয় ইনিংসে তা ধরে রাখা কঠিন হয়ে উঠে। কারণ এসময় বোলার ঠিকমতো বল গ্রিপ করতে পারেন না। হয় প্রচুর মিস ফিল্ডিং আর হাতছাড়া হয় ক‌্যাচ। এই সিলেটের বিপক্ষে ফরচুন বরিশাল আগে ব‌্যাট করে ১৯৪ রান করেও ম‌্যাচ জিততে পারেনি।

আজ ঢাকা ডমিনেটরসের বিপক্ষে টস হেরে ব‌্যাটিংয়ে আমন্ত্রিত হওয়ার পর বিষয়টি বেশ ভালোভাবেই মনে ছিল সিলেটের ব‌্যাটসম‌্যানদের। জিততে হলে অন্তত দুইশ'র উপরে রান করতে হবে। তাও যদি শেষ পর্যন্ত নিরাপদ হয়। সিলেটের ব‌্যাটসম‌্যারা সেই কাজটি করে রেখেছেন তহবিলে ২০১ রান জমা করে। তবে টি-টোয়েন্টি ক্রিকেটে দুইশ রান তাড়া করার টার্গেট থাকলে তা অনেক সময় প্রতিপক্ষের জন‌্য বাড়তি চাপ হয়ে উঠে। সেই চাপ কাটিয়ে উঠে সিলেটের শক্তিশালী বোলিং আক্রমণের বিপক্ষে ঢাকার ব‌্যাটসম‌্যানরা কী করতে পারেন তাই এখন দেখার বিষয়।

সিলেটের রান যে দুইশ অতিক্রম করেছে, সেখানে অবদান মাত্র দুইজনের। একজন তৌহিদ হৃদয়। যিনি এই আসরে একটি করে ম‌্যাচ খেলছেন আর ক্রমেই নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন। প্রথম ম‌্যাচে ৫৫, দ্বিতীয় ম‌্যাচে ৫৬ রান করার পর আজ সেঞ্চুরির কাছকাছি গিয়ে আউট হয়েছেন ৮৪ রানে। প্রথম ম‌্যাচে হাফ সেঞ্চরি করেছিলেন ৩৩ বলে, দ্বিতীয় ম‌্যাচে ৩৫ বলে আর আজ ৩২ বলে। ৪৬ বলে ৮৪ রানের ইনিংসে ছিল ৫টি করে চার ও ছক্কা।

১৭ রানে ওপেনার মোহাম্মদ হারিসকে (৬) হারানোর পর নাজমুলের সঙ্গে দ্বিতীয় উইকেট জুটিতে ৭৯ রান যোগ করেন ৯.২ ওভারে। নাজমুল ৩৬ বলে হাফ সেঞ্চুরি করার পর বেশি দূর যেতে পারেননি। ৫৯ রানে আউট হয়ে যান। তিনি ৩৯ বলে খেলে ২টি ছক্কার সঙ্গে ৭টি চার মেরেছিলেন। সিলেটের ২০১ রানের মধ্যে এই দুইজন যোগ করেন ১৪৩ রান। তৃতীয় সর্বোচ্চ রান ছিল থিসারা পেরেরার ১১। এরপর জাকির হাসান করেন ১০ রান। আর কোনো ব‌্যাটসম‌্যান দুই অঙ্কের রান করতে পারেননি। সিলেটের ইনিংসে ছক্কা ছিল ৮টি, বাউন্ডারি ১৮টি। ডট বল ছিল ৪১টি।

মূলত তৌহিদ হৃদয় আর নাজমুল হোসেন শান্তর আগ্রাসী ব‌্যাটিংয়েই ঢাকার শক্তিশালী বোলিং লাইন এলোমেলো হয়ে পড়ে। অধিনায়ক নাসির হোসেন তিনি নিজেসহ ৭ জন বোলার ব‌্যবহার করেও সিলেটের রানের চাকা আটকে রাখতে পারেননি। ৩ উইকেট নেওয়া আল আমিন হোসেনই দিয়েছেন সবচেয়ে বেশি ৪৫ রান। তাসকিন ২ উইকেট নেন ৩৬ রানে।

এখন পর্যন্ত ৪ ম‌্যাচের ৩ ইনিংসে ব‌্যাট করে ১৯৫ রান করেছেন তৌহিদ হৃদয়। ছক্কা মেরেছেন ১০টি। চার ১৫টি। গড় ৬৫.০০ আর স্ট্রাইকরেট ১৬৬.৬৬।

এমপি/এসজি

Header Ad
Header Ad

নিউজিল্যান্ডের কাছে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাংলাদেশের বিদায়

ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে যাওয়ার আশা শেষ হয়ে গেল বাংলাদেশের। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৫ উইকেটে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে টাইগারদের। এই জয়ের ফলে ভারত ও নিউজিল্যান্ড সেমিফাইনালে জায়গা করে নিয়েছে।

রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় নিউজিল্যান্ড। ইনিংস উদ্বোধন করেন নাজমুল হোসেন শান্ত ও তানজিদ হাসান তামিম। ঝোড়ো শুরুর পরও ইনিংস বড় করতে পারেননি তানজিদ। ২৪ বলে ২৪ রান করে তিনি বিদায় নেন।

তৃতীয় ব্যাটার হিসেবে নামা মেহেদী হাসান মিরাজও দ্রুত ফিরে যান (১৪ বলে ১৩ রান)। তবে অধিনায়ক শান্ত একপ্রান্ত ধরে রাখেন এবং ধীরে ধীরে আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন। কিন্তু অন্যপ্রান্তে নিয়মিত উইকেট হারাতে থাকে বাংলাদেশ। একের পর এক আউট হন তাওহিদ হৃদয় (২৪ বলে ৭), মুশফিকুর রহিম (৫ বলে ২) এবং মাহমুদউল্লাহ রিয়াদ (১৪ বলে ৪)। এদের সবাইকে ফিরিয়েছেন কিউই স্পিনার মাইকেল ব্রেসওয়েল। ১১৮ রানের মধ্যেই ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ।

এরপর শান্তর সঙ্গে গুরুত্বপূর্ণ জুটি গড়েন জাকের আলী অনিক। শান্ত দুর্দান্ত ব্যাটিং করে ১১০ বলে ৭৭ রান করেন, তবে তাকে থামান উইল ও’রউরকে। শেষদিকে জাকের (৫৫ বলে ৪৫) ও রিশাদ হোসেন (২৫ বলে ২৬) দলের স্কোর টেনে তোলার চেষ্টা করেন। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করে ২৩৬ রান।

নিউজিল্যান্ডের হয়ে ৪ উইকেট নেন মাইকেল ব্রেসওয়েল, ২টি উইকেট পান ও’রউরকে।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় নিউজিল্যান্ড। তাসকিন আহমেদ ও নাহিদ রানা মিলে কিউইদের ১৫ রানের মধ্যেই দুই উইকেট ফেলে দেন। তবে ডেভন কনওয়ে (৩০) ও রাচিন রবীন্দ্র দলের হাল ধরেন।

রাচিন রবীন্দ্র দুর্দান্ত ব্যাটিং করেন এবং ১০৫ বলে ১১২ রানের দারুণ ইনিংস খেলেন। তার সঙ্গী টম ল্যাথাম ৭৬ বলে ৫৫ রান করেন। দুজনের দুর্দান্ত পারফরম্যান্সে সহজ জয় পায় নিউজিল্যান্ড। ২৩ বল হাতে রেখেই তারা ৫ উইকেটে জয় নিশ্চিত করে।

বাংলাদেশের হয়ে ১টি করে উইকেট নেন তাসকিন, মুস্তাফিজ, নাহিদ রানা ও রিশাদ হোসেন।

এই জয়ের ফলে ভারত ও নিউজিল্যান্ড সেমিফাইনালে উঠে গেল। অন্যদিকে, বাংলাদেশের পাশাপাশি টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে পাকিস্তানও।

Header Ad
Header Ad

নির্বাচনের সুস্পষ্ট ঘোষণা না হলে ঈদের পরে আন্দোলন: বিএনপি নেতা হারুন

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হারুন অর রশিদ। ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হারুন অর রশিদ বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব হচ্ছে বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্বাচন নিয়ে কোনো ধরনের গড়িমসি চলবে না। যদি দ্রুত সুস্পষ্ট ঘোষণা না আসে, তবে ঈদের পর বিএনপি বৃহত্তর আন্দোলনে নামবে।

রোববার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে গাইবান্ধা শহরের পৌর পার্কে জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হারুন অর রশিদ আরও বলেন, অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে নানা বিতর্ক তৈরি করেছে। উপদেষ্টা পরিষদের সদস্যরা ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন, যা জনগণ কোনোভাবেই মেনে নেবে না।

তিনি আরও অভিযোগ করেন, শেখ হাসিনা ক্ষমতা ছাড়ার মাধ্যমে আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ অন্ধকার করে দিয়ে গেছেন। তিনি দাবি করেন, গত ১৫ বছরে হাসিনা সরকার জনগণের ওপর দমন-পীড়ন চালিয়েছে, যার জন্য আওয়ামী লীগ আর কখনো ঘুরে দাঁড়াতে পারবে না।

গণজমায়েতে বিএনপির স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা সরকারের সমালোচনা করে নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান।

Header Ad
Header Ad

জেল থেকে পালালেন আবরার ফাহাদ হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, ফাইয়াজের দাবি

ছবি: সংগৃহীত

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমি কারাগার থেকে পালিয়েছেন বলে দাবি করেছেন আবরারের ছোট ভাই ও বুয়েট ছাত্র আবরার ফাইয়াজ।

আজ সোমবার সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টে তিনি এই তথ্য প্রকাশ করেন। ফাইয়াজের দাবি, আসামি জেমি গত ৫ আগস্টের পর জেল থেকে পালিয়েছেন, তবে পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে ছয় মাস পর।

ফেসবুক পোস্টে ক্ষোভ প্রকাশ করে ফাইয়াজ লেখেন, “আবরার ফাহাদ হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জেমি জেলখানা থেকে পালিয়ে গেছে ৫ আগস্টের পরে। অথচ আমাদের জানানো হচ্ছে আজকে, যখন ওর আইনজীবী কোনো যুক্তিতর্ক উপস্থাপন করতে আসেনি তখন।”

তিনি আরও লিখেছেন, “ফাঁসির আসামির তো কনডেম সেলে থাকার কথা ছিল, সে পালাল কিভাবে! পালানোর পরেও এতদিন এ তথ্য গোপন রাখা হয়েছে, যা স্পষ্টতই প্রমাণ করে যে তাকে ধরার জন্য কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয়নি। এর আগে থেকেই আরও তিনজন আসামি পলাতক রয়েছে।”

ফাইয়াজ তার পোস্টে মুনতাসির আল জেমির নাম ও ঠিকানাও উল্লেখ করেন।

নাম: মুনতাসির আল জেমি
পিতা: আব্দুল মজিদ
মাতা: জোসনা বেগম
ঠিকানা: ৫/১ বাউন্ডারি রোড, নতুন বাজার, কোতোয়ালি, ময়মনসিংহ।

এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে, একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির কারাগার থেকে পালিয়ে যাওয়ার ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

নিউজিল্যান্ডের কাছে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাংলাদেশের বিদায়
নির্বাচনের সুস্পষ্ট ঘোষণা না হলে ঈদের পরে আন্দোলন: বিএনপি নেতা হারুন
জেল থেকে পালালেন আবরার ফাহাদ হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, ফাইয়াজের দাবি
তরুণদের নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করবে শুক্রবার
বিভেদের সুযোগ নিয়ে স্বৈরাচারের পুনরাবৃত্তি হতে দেওয়া যাবে না: তারেক রহমান
সাজেক ইকো ভ্যালিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর পর্যটন নিষেধাজ্ঞা
রোজা সামনে রেখে খেজুরের দাম কমেছে ৪০ শতাংশ!
সন্ধ্যার পর থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা টের পাবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা
বিমান ঘাঁটিতে হামলা ও যুবক নিহতের ঘটনার ব্যাখ্যা দিল আইএসপিআর
পদত্যাগ করতে রাজি জেলেনস্কি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার গায়েবানা জানাজা
জেনে নিন খেজুরের পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতা
মিঠাপুকুর সাব রেজিস্ট্রি অফিসে দলিল রেজিস্ট্রি বন্ধ, ভোগান্তিতে গ্রাহকরা
সাড়ে তিন ঘণ্টা পর সাজেকে আগুন নিয়ন্ত্রণে
মুসলিম গণহত্যা: ক্ষমা চাইলেন সাবেক থাই প্রধানমন্ত্রী
কক্সবাজার বিমান বাহিনীর ঘাঁটিতে হামলা, নিহত যুবকের পরিচয় মিলেছে
টাঙ্গাইলের ভূঞাপুরে পানিতে পড়ে প্রাণ গেল শিশুর
ছাত্রদল ও ছাত্রশিবিরের রাজনৈতিক রেষারেষি নিয়ে যা বললেন রিজভী
রমজানে সরকারি অফিস চলবে ৯টা থেকে সাড়ে ৩টা
দেশের স্বার্থে জাতীয় নির্বাচন বিলম্বিত না করার আহ্বান মির্জা ফখরুলের