এল ক্লাসিকোর সেঞ্চুরিতে রিয়ালের জয়
এল ক্লাসিকো মানেই হয় ন্যু ক্যাম্প, না হয় সান্তিয়াগো বার্নাবো। কিন্তু স্প্যানিশ সুপার কাপের সেমি ফাইনালের আসর বসেছিল স্পেন থেকে হাজার হাজার মাইল দূরে মরুর বুকে সৌদি আরবের রাজধানী রিয়াদে। এল ক্লাসিকোর আগের সেই উত্তাপ নেই। মেসি নেই, রোনালদো নেই। কিন্তু ঘাটতি ছিল না ম্যাচ নিয়ে আকষর্নের।
সমর্থকদের প্রাণবন্ত খেলা উপহার দিয়ে দুই দল মিলে গোল করেছে পাঁচটি। যেখানে ৩-২ গোলে জয় পেয়েয়ে রিয়াল মাদ্রিদ। এটি ছিল এল ক্লাসিকোর শততম ম্যাচ। আর রিয়ালের টানা পঞ্চম এল ক্লাসিকো জয়। রিয়াল ফাইনালে খেলবে দ্বিতীয় সেমিতে অ্যাথলেটিকো মাদ্রিদও অ্যাথলেটিক বিলবাওয়ের মধ্যে জয়ী দলের বিপক্ষে।
কিং ফাহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে রিয়াল মাদ্রিদের জয়ের নায়ক বদলি হিসেবে মাঠে নামা ফেদে ভালভার্দে। গোলের সূচনা হয় ভিনিসিয়াস জুনিয়রের মাধ্যমে। অপর গোলটি ছিল করিম বেনজেমা। বার্সেলোনার হয়ে লুক ডি ইয়ং ও আনসু ফাতি গোল করেন।
পাঁচ গোলের রোমাঞ্চ ছড়ানো ম্যাচে কখনো একাধিপত্য বিস্তার করে একাধিক গোলে এগিয়ে যাওয়া সম্ভব হয় কোনো দলের। ম্যাচে প্রতিবারই এগিয়ে গেছে রিয়াল। পরে গোল শোধ করেছে বার্সা। কিন্তু তৃতীয় গোলের পর আর পরিশোধ করা সম্ভব হয়নি।
২৫ মিনিটে গোল পেয়ে যায় রিয়াল। করিম বেনজামার কাছ খেকে বল পেয়ে বার্সার গোলরক্ষক স্টেগেনকে পরাস্ত করে ভিনিসিয়াস জুনিয়র গোল করতে ভুল করেননি। এই গোলের জবাব দেয় বার্সা ১৬ মিনিট পর। ম্যাচের ৪১ মিনিটে উসমান দেম্বেলের ক্রস থেকে ডাচ স্ট্রাইকার লুক ডি ইয়ং রিয়ালের গোলক্ষক কোর্তোয়াকে পরাস্ত করে গোল করে সমতা আনেন।
বিরতির পর ৭২ মিনিটে করিম বেনজেমার গোলে রিয়াল আবার এগিয়ে যায়। ১০ মিনিট পরই তার জবাব দেয় বার্সা। জর্দি আলবার ক্রস থেকে বদলি হিসেবে মাঠা নামা আনসু ফাতি গোল করে ম্যাচে দ্বিতীয়বার সমতা আনেন ২-২। এরপর খেলা গড়ায় অরিক্তি সময়ে। যেখানে ৯৮ মিনিটে লুকা মদ্রিচের বদলি হিসেবে মাঠে নামা ভালভার্দে ডানপায়ের শটে নিশানা ভেদ করেন। এই গোল পরে আর পরিশোধ করা সম্ভব হয়নি বার্সার।
এমপি/কেএফ/