৫০ টাকায় দেখা যাবে ঢাকা টেস্ট
ছবি : সংগৃহীত
আগামীকাল থেকে শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্ট। আর এই টেস্ট ম্যাচের টিকিটের সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে ৫০ টাকা।
৪ ডিসেম্বর ঢাকার মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে। এজন্য ম্যাচের এক দিন বাকি থাকতেই টিকিট মূল্য প্রকাশ করেছে বিসিবি।
টিকিট মূল্য অনুযায়ী ৫০ টাকায় স্টেডিয়ামের ইস্টার্ন স্ট্যান্ড থেকে দেখা যাবে বাংলাদেশের খেলা। এ ছাড়া ১০০ টাকায় সাউদার্ন ও নর্দান স্ট্যান্ড, ২০০ টাকায় ক্লাব হাউজ, ৩০০ টাকায় ভিআইপি স্ট্যান্ড ও ৫০০ টাকায় গ্র্যান্ড স্ট্যান্ড থেকে দেখা যাবে টাইগারদের খেলা।
এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গ্যালারিতে প্রবেশের আগে প্রাপ্তবয়স্কদের দুই ডোজ করোনার টিকা নেওয়ার সার্টিফিকেট দেখাতে হবে। এক্ষেত্রে ১৮ বছরের কম বয়সীদের সার্টিফিকেট লাগবে না।
উল্লেখ্য, মিরপুর-১০ নম্বরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বিক্রি করা হবে ম্যাচের টিকেট। আজ শুক্রবার সকাল ৯টা থেকে বিক্রি শুরু হয়ে চলবে বিকেল ৫টা পর্যন্ত।
এসআইএইচ/টিটি