শেষ বাঁশি পর্যন্ত লড়বে দক্ষিণ কোরিয়া
ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে ব্রাজিল। এই তালিকায় ২৮ নম্বরে দক্ষিণ কোরিয়া। বিস্তর এই পার্থক্য জানান দিচ্ছে, সোমবার (৫ ডিসেম্বর) শেষ ষোলোতে দুই দলের লড়াইয়ে ‘আন্ডারডগ’ এশিয়ার দলটি। কঠিন এই বাস্তবতা মানছেন কোরিয়া কোচ পাওলো বেন্তো। একই সঙ্গে তিনি জানালেন, ব্রাজিলের বিপক্ষে শেষ বাঁশি পর্যন্ত লড়ে যাবে তার শিষ্যরা।
গ্রুপপর্বে অঘটনের জন্ম দিয়েই নকআউটে নাম লিখিয়েছে দক্ষিণ কোরিয়া। টুর্নামেন্টে তারা তাদের সবশেষ ম্যাচে হারিয়ে দেয় র্যাঙ্কিংয়ের নবমস্থানে থাকা পর্তুগালকে। তবুও আজ সর্বোচ্চ পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে কোরিয়ার তেমন কোনো সুযোগ দেখছেন না ফুটবল বোদ্ধারা।
এমনকি বেন্তোও ব্রাজিলের বিপক্ষে নিজের দলকে পিছিয়ে রাখছেন। তবে কোরিয়া কোচের বিশ্বাস, পিছিয়ে থাকবে না তার শিষ্যরা, ‘আমাদের কেবল একটি চিত্র দেখাতে হবে- প্রতিদ্বন্দ্বিতা করা এবং শেষ বাঁশি পর্যন্ত লড়াই করা। আমার খেলোয়াড়রা কী করবে তা নিয়ে আমার মাঝে কোনো সন্দেহ নেই।’
বেন্তো যোগ করেন, ‘আমরা যদি কোনো টুর্নামেন্টে ব্রাজিলের সঙ্গে লড়তাম, আমি বলতাম যে ব্রাজিল চ্যাম্পিয়ন হবে। কিন্তু এক ম্যাচে এটা একটি টুর্নামেন্টের মতো হবে না। আমাদেরও সুযোগ আছে এবং ম্যাচের ফলাফলকে সম্মান করতে হবে আমাদের।’
সবশেষ জুনে প্রীতি ম্যাচে কোরিয়াকে ৫-১ করে উড়িয়ে দিয়েছে ব্রাজিল। বেন্তোর সংবাদ সম্মেলনে সেই প্রসঙ্গ উঠে আসলে তিনি বলেন, ‘আমরা এটাকে অফিসিয়াল ম্যাচের সঙ্গে তুলনা করতে পারি না। জুন মাসে, আমাদের বেশ কিছু সীমাবদ্ধতা ছিল। আগামীকাল (আজ) দেখা যাবে।’
রবিবার (৪ ডিসেম্বর) কোরিয়া কোচ আরও বলেন, ‘আমরা যথাসম্ভব সেরা উপায়ে প্রতিদ্বন্দ্বিতা করার চেষ্টা করব। আমরা আমাদের ডি-বক্সের সামনে খেলব, কারণ আমাদের প্রতিপক্ষরা আমাদের তা করতে বাধ্য করবে এবং আমাদের তা মেনে নিতে হবে। স্পষ্টই আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে লড়াইয়ের চেষ্টা করব।’
এসজি