স্বেচ্ছামৃত্যু চান ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক
বাঁচতে চাইছেন না ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক রে ইলিংওয়ার্থ। খাদ্যনালীতে ক্যান্সার ধরা পড়েছে তার। এজন্য রেডিয়োথেরাপি চলছে তার। এই অসহনীয় কষ্ট আর সহ্য করতে পাচ্ছেন না ইলিংওয়ার্থ। যদিও ইংল্যান্ডে স্বেচ্ছামৃত্যু আইনত নিষিদ্ধ। তারপরও বেঁচে থাকার চেয়ে চলে যাওয়া ভালো বলে মনে করছেন তিনি।
দ্য টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে ইলিংওয়ার্থ বলেন,'বিগত একটা বছর ক্যান্সারের জন্য যে কষ্ট পেয়ে আমার স্ত্রী চলে গিয়েছে সেটা ভাবা যায় না। অত্যন্ত যন্ত্রণার মধ্যে দিয়ে তাকে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে যেতে হয়েছে। জীবেন কোনও আনন্দ ছিল না। সত্যি বলতে এভাবে বেঁচে থাকার কোনও মানে নেই।
তিনি আরও বলেন, 'ইংল্যান্ডে স্বেচ্ছামৃত্যুর রাস্তা নেই। এই নিয়ে বিতর্ক রয়েছে। আমার মনে হয় সেই সময় আসবে যখন এটা মেনে নেওয়া হবে। অনেক ডাক্তার এর বিরোধিতা করছেন। কিন্তু তাঁরা যদি আমার স্ত্রীর মতো একটা বছর কাটাতেন, তাহলে তাঁরা হয়তো তাঁদের মানসিকতা বদলাতেন।'
নিজের স্বাস্থ্য প্রসঙ্গে এই প্রাক্তন অধিনায়ক বলেন,'অতিরিক্ত ডাবল ডোজের কেমো দিয়ে শেষ টিউমারটা বের করে দেওয়ার চেষ্টা চলছে। আগামী দুই দিন দেখি কেমন যায়। ফিঙ্গার ক্রসড! দেখি আশা করি কিছুটা ভাগ্যের যেন সমর্থন পাই।'
এসআইএইচ/কেএফ/