পদত্যাগ করলেন বেলজিয়াম কোচ মার্টিনেজ
সোনালি প্রজন্মের বেলজিয়াম থমকে গেল বিশ্বকাপের প্রথম রাউন্ডেই। দলের ব্যর্থতার দায় কাঁধে নিয়ে পদত্যাগ করলেন কোচ রবার্তো মার্টিনেজ।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে ‘এফ’ গ্রুপের শেষ ম্যাচে জিতলেই নকআউট নিশ্চিত হতো বেলজিয়ামের। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে ক্রোয়েশিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করায় কপাল পুড়ে রোমেলু লুকাকুদের। ৩ ম্যাচে ১টি করে জয়-ড্র-হারে ৪ পয়েন্টে টেবিলের তিনে থেকে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন তারা।
বেলজিয়ামের বিশ্বকাপ শেষ হওয়া মাত্রই মার্টিনেজ বলেন, ‘আমার অবস্থান একেবারে স্পষ্ট। আমার জন্য এটাই শেষ। এই টুর্নামেন্টে ফলাফল যাই হোক না কেন, সিদ্ধান্তটা আমি বিশ্বকাপের আগেই নিয়েছিলাম। ২০১৮ সাল থেকে আমার অনেক চাকরির প্রস্তাব ছিল। আমি পদত্যাগ করিনি, তবে এটা এখন শেষ হচ্ছে।’
ক্রোয়াটদের বিপক্ষে বাঁচামরার ম্যাচে গোল করার অসংখ্য সুযোগ মিস করেছে বেলজিয়াম। লুকাকুদের ব্যর্থতায় আরও একবার সামনে এসেছে তাদের অন্তর্কোন্দলের বিষয়টি। টুর্নামেন্টের শুরু থেকে একাধিক প্রতিবেদনে বলা হচ্ছিল, খেলা ভুলে ড্রেসিংরুমে ঝগড়ায় জড়িয়েছে বেলজিয়ানরা।
যদিও সেইসব প্রতিবেদন গুজব বলে উড়িয়ে দিয়েছেন মার্টিনেজ। কিন্তু মাঠে খেলোয়াড়দের সমন্বয়হীনতা বলেছে ভিন্ন কথা। বিশ্বমঞ্চে বেলজিয়ামের সোনালি প্রজন্মের ফুটবলারদের তেমন ঐক্যবদ্ধ দেখা যায়নি। যে সুযোগ কাজে লাগিয়ে ‘এফ’ গ্রুপ থেকে শেষ ষোলো নিশ্চিত করেছে মরক্কো এবং ক্রোয়েশিয়া।
২০১৬ সালে বেলজিয়ামের ডাগআউটে মার্ক উইলমটসের স্থলাভিষিক্ত হয়েছিলেন মার্টিনেজ। এভারটন, উইগান অ্যাথলেটিক এবং সোয়ানসি সিটির সাবেক এই কোচের অধীনে ২০১৮ বিশ্বকাপে তৃতীয় হয়েছিল বেলজিয়ানরা। ২০২০ ইউরোতে খেলে কোয়ার্টার ফাইনাল।
ফিফা র্যাঙ্কিংয়ের দ্বিতীয়স্থানে থেকে বিশ্বকাপ শুরু করে সোনালি প্রজন্মের বেলজিয়াম। সব মিলে টুর্নামেন্টে অন্যতম ফেবারিট ছিল দলটি, কিন্তু মার্টিনেজের শিষ্যরা থেমে গেল গ্রুপপর্বেই।
এসজি