সমকামী জোশ কাভেলো কাতার যেতে রাজি নন
কাতারে নিষিদ্ধ সমকামীতা। ধরা পড়লে মৃত্যুদণ্ড। এমন কঠোর আইন পালন করা দেশটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২২ বিশ্বকাপ ফুটবল। একারণে কাতারে যেতে চান না অস্ট্রেলিয়ান ফুটবলার জোশ কাভেলো।
গত অক্টোবরে নিজেকে সমকামী ফুটবলার বলে পরিচয় দিয়েছিলেন কাভেলো। এ প্রসঙ্গে অনলাইনে তিনি লিখেছিলেন,'আমি ফুটবলার এবং সমকামী। আমি শুধু মন দিয়ে ফুটবলটা উপভোগ করতে চাই। বাকিদের যে চোখে দেখা হয়, চাই আমাদেরও সেই চোখে দেখা হোক।'
তবে সেখানে খেলার ব্যাপারে আতঙ্কিত এই অস্ট্রেলিয়ান ফুটবলার। এ ব্যাপারে সংবাদমাধ্যমে জোশ ক্যাভালো জানান,'আমি জানতে পেরেছি কাতারে সমকামীদের শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়। এটা জানতে পেরে আমি আতঙ্কে ভুগছি। আমি কাতারে যেতে চাই না।'
অবশ্য কাভালোর আতঙ্কিত হওয়ার কারণ দেখছে না বিশ্বকাপ আয়োজক কমিটি। এ ব্যাপারে কমিটির চেয়ারম্যান নাসের আল খাতের বলেন,'আমরা কাভালোকে স্বাগত জানানোর জন্য তৈরি। এমনকি বিশ্বকাপের আগেই উনি(ক্যাভালো) আমাদের দেশে এসে দেখে যেতে পারেন। আমাদের দেশে কেউ আতঙ্কে ভোগে না। কেউ এখানে নিরাপত্তার অভাব বোধ করে না।'
তিনি আরও বলেন,'কাভালোর মধ্যে এ রকম ধারণা তৈরি হওয়ার কারণ আছে। আমাদের সম্পর্কে বিভিন্ন জায়গায় যা লেখা বা প্রচার করা হয়, তাতে যে কারও মধ্যে ভুল ধারণা তৈরি হবে।'
এসআইএইচ/কেএফ/