ভারত ম্যাচেও অঘটন চায় জিম্বাবুয়ে
সম্ভাবনা ক্ষীণ হলেও সেমিফাইনালের দৌড়ে জিম্বাবুয়ে টিকে আছে। সেরা চার নিশ্চিত করতে হলে সবার আগে আগামীকাল (৬ নভেম্বর) জিততে হবে ভারত ম্যাচে। বাকিটা নির্ভর করবে সুপার টুয়েলভের দ্বিতীয় গ্রুপের অন্য ম্যাচের ফলের উপর।
যদি ভাগ্য বিধাতা মুখ তুলে তাকায়, অলৌকিক কিছু ঘটে যায়, তাহলেই বিশ্বকাপে নকআউট পর্বে খেলার সৌভাগ্য হবে ক্রেইগ আরভিনদের। কঠিন সব সমীকরণের সামনে দাঁড়িয়ে ভারত ম্যাচেও অঘটন চায় জিম্বাবুয়ে।
অর্ধযুগ পর টি-টোয়েন্টিতে দেখা হবে ভারত ও জিম্বাবুয়ের। দুই দল মুখোমুখি হবে ঐতিহ্যবাহী মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। আগের ৭ দেখায় জয়ের পাল্লা ভারী এশিয়ার শক্তিধরদের। জয়ের দেখা পেয়েছে ৫ বার। জিম্বাবুয়ে জিতেছে দুই ম্যাচে। শুধু অতীত পরিসংখ্যানে নয়, শক্তি-সামর্থ্যেও দুই দলের মাঝে বিস্তর ফারাক। তবুও অসাধ্য সাধনের আশায় বুক বেঁধেছেন আরভিন। জিম্বাবুয়ে অধিনায়ক ও তার সতীর্থদের আত্মবিশ্বাস যোগাচ্ছে পাকিস্তান বধের গল্প।
শনিবার (৫ নভেম্বর) সংবাদ সম্মেলনে হাজির হয়ে জিম্বাবুয়ে অধিনায়ক আরভিন বলেন, ‘বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে জয় আমাদের বিশ্বাস দিয়েছে যে আমরা টুর্নামেন্টে যেকোনো দলকে হারাতে পারি। আমি মনে করি না যে আগামীকালের খেলায় (ভারতের বিপক্ষে) আমাদের মানসিকতায় কোনো ধরনের পরিবর্তন আসবে। বিশ্বকাপটা সত্যিই উত্তেজনাপূর্ণ ছিল কারণ অনেক হাড্ডাহাড্ডি ম্যাচ হয়েছে। আমরা যা শিখেছি তা কখনোই ভুলব না।’
প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল হলেও নির্ভার থাকছেন না রোহিত শর্মার দল। ভারতের সংবাদ সম্মেলনে এমনটা স্পষ্ট রবিচন্দ্রন অশ্বিনের বক্তব্যে, ‘জিম্বাবুয়ের বিপক্ষে খেলার জন্য আমরা মুখিয়ে আছি। এটা অবশ্যই জিততে হবে। জিম্বাবুয়ে অসাধারণ কিছু ক্রিকেট খেলেছে। তারা ভালো বোলিং এবং ব্যাটিং করেছে। সুতরাং তাদের প্রতি আমাদের সম্মান আছে।’
এসজি