শ্রীধরনের কাছে নতুন শুরু
টি-টোয়েন্টি ক্রিকেটের দুঃসময়ে বাংলাদেশ দলের হাল ধরার জন্য টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে দায়িত্ব দেওয়া হয় ভারতের শ্রীধরন শ্রীরামকে। এশিয়া কাপ দিয়ে মিশন শুরু করেছিলেন তিনি। সেখানে বাংলাদেশ দলের অবস্থা ছিল আগের মতো। এরপর সংযুক্ত আমিরাতের বিপক্ষে দুই ম্যাচ খেলে ২-০ ব্যবধানে সিরিজ জিতেছিল বাংলাদেশ।
পরে পাকিস্তান ও নিউজিল্যান্ডের অংশগ্রহণে তিন জাতি টি-টোয়েন্টি আসর খেলতে গিয়ে বাংলাদেশ কোনো ম্যাচ না জিতলেও নিজেদের ফিরে পাওয়ার ইঙ্গিত দিয়েছিল শেষ দুটি ম্যাচে বেশ লড়াই করে। এসব কিছুই ছিল বাংলাদেশের প্রস্তুতি এবং সেই প্রস্তুতির ফলাফল বাংলাদেশ পেয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপে। যেখানে বাংলাদেশ দলের একটি ম্যাচ জেতারও আশা ছিল না, সেখানে তারা এখন পর্যন্ত আছে যদি নির্ভর সমীকরণে সেমিফাইনালের লড়াইয়ে।
শ্রীধরনের অধীনে বাংলাদেশ দল এখন পর্যন্ত ১২টি ম্যাচ খেলে জয় পেয়েছে ৪টিতে। এশিয়া কাপ বাদ দিলে বাকি হেরে যাওয়া ম্যাচগুলোতে ছিল লড়াকু মনোভাব। আর ভারতের বিপক্ষে সর্বশেষ ম্যাচের ফলাফল তো এখনো তরতাজা। পক্ষপাতমূলক আম্পায়ারিং না হলে এই ম্যাচ বাংলাদেশ জিতে যেত বলে ক্রিকেট বিশেষজ্ঞ অনেকেই মন্তব্য করেছেন।
শ্রীধরনকে দায়িত্ব দেওয়া হয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। তার কোচিংয়ে বাংলাদেশের উন্নতি দৃশ্যমান। খেলোয়াড়রা সন্তুষ্ট। বিসিবি তার চুক্তি বাড়াবে কি না সেটা এখনো জানা যায়নি। তবে শ্রীধরন মনে করেন তিনি বাংলাদেশ দলকে নিয়ে নতুন করে শুরু করতে পেরেছেন।
তিনি বলেন, আমার মনে হয় এটা নতুন শুরু। আমি জানি না আগে কী হয়েছে। সেখানে ছিলামও না। নেদারল্যান্ডস ও জিম্বাবুয়ের বিপক্ষে আমরা দুটি ক্লোজ ম্যাচ জিতেছি। ভারতের বিপক্ষে ক্লোজ ম্যাচ হেরেছি। কিন্তু এটা হয়ই। এটাকে আমি নতুন শুরু হিসেবে দেখি। অতীত নিয়ে পড়ে থাকি না আমি।
এমপি/এসজি