বাংলাদেশের পতাকা হাতে পাকিস্তানি সমর্থকরা
বাংলাদেশ দল ম্যাচের আগের দিনই জানিয়ে দিয়েছিল তারা কোনো অনুশীলন করবে না। তবে ঐচ্ছিক অনুশীলন থাকবে কারেন রোলটন ওভালে। সেটা খেলোয়াড়দের ইচ্ছের উপর নির্ভর করবে তারা অনুশীলন করবে কি, করবে না।
কিন্তু প্রতিপক্ষ পাকিস্তানের অনুশীলন ছিল অ্যাডিলেড ওভালে। তবে তারা শেষ পর্যন্ত অনুশীলন বাতিল করে দেয়। পাকিস্তান দলের অনুশীলন বাদ দেওয়াতে, তা দেখতে আসা প্রবাসী কয়েকজন নারী-পুরুষ পাকিস্তানি দর্শক সেখান থেকে চলে যান বাংলাদেশ দলের অনুশীলন দেখতে।
বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের খেলা হলেও তারা বাংলাদেশ দলের প্রশংসা করেন।বিশেষ করে ভারতের বিপক্ষে বাংলাদেশ দলের লড়াকু মনোভাবকে। আম্পায়ারিং নিয়েও খুব সমালোচনা করেন। একহাত নেন আইসিসিরও।
বাংলাদেশ দলের অনুশীলন দেখতে আসার কারণ কাছ থেকে বাংলাদেশের ক্রিকেটারদের দেখা। কিন্তু যখনই জানলেন পাকিস্তানের মত বাংলাদেশেরও অনুশীলন নেই, তখন তারা কিছুটা হতাশ হয়ে পড়েন। তাদের ইচ্ছে ছিল সাকিবদের কাছ থেকে দেখা, অটোগ্রাফ নেওয়া। পরে যখন জানলেন কয়েকজন ক্রিকেটার আসবেন তখন তারা আবার খুশি হয়ে ওঠেন।
বাংলাদেশ দলের ঐচ্ছিক অনুশীলনে এসেছিলেন নাজমুল হোসেন শান্ত নুরুল হাসান সোহান ইয়াসির আলী মেহেদী হাসান মিরাজ ঐচ্ছিক অনুশীলন কভার করতে মাঠে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আসা সাংবাদিকরা। ছিলেন প্রবাসী অল্প কয়েকজন বাংলাদেশী। সেখানে সামিল হন এইসব পাকিস্তানিও।
মাঠে তাদের উচ্ছ্বাস দেখে মনে হয়েছে বাংলাদেশ নয়, যেন নিজ দেশের খেলোয়াড়দের অনুশীলন তারা দেখছেন। খুব দ্রুতই তারা বাংলাদেশের সবার সঙ্গে মিশে যান টাইগার সোয়েব যথারীতি বাঘের সাজে বাংলাদেশের পতাকা নিয়ে মাঠে এসেছিলেন। তার কাছ থেকে পতাকা নিয়ে পাকিস্তানিরা ছেলে-মেয়ে ছবিও তোলেন, মিডিয়ায় সাক্ষাৎকারও দেন।
এমপি/এমএমএ/