ক্ষোভ উগড়ে আফগানিস্তানের নেতৃত্ব ছাড়লেন নবী
শূন্য হাতে বিশ্বকাপ শেষ আফগানিস্তানের। দলের ব্যর্থ অভিযানের পরপরই জাতীয় দলের নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিলেন মোহাম্মদ নবী। একই সঙ্গে নির্বাচক কমিটির সমালোচনা করে ক্ষোভ উগড়ে দিয়েছেন এই আফগান অলরাউন্ডার।
নবী বলেছেন, ‘গত এক বছর ধরে আমি একজন অধিনায়ক হিসেবে যেমনটা চেয়েছিলাম বা একটি বড় টুর্নামেন্টের জন্য প্রয়োজন ছিল, আমাদের দলের প্রস্তুতি তেমন পর্যায়ে ছিল না। তা ছাড়া গত কয়েকটি সফরে টিম ম্যানেজার, নিবার্চক কমিটি এবং আমি একই পৃষ্ঠায় ছিলাম না, যা দলের ভারসাম্যের উপর প্রভাব ফেলেছে।’
পার্থে অস্ট্রেলিয়ার কাছে হার দিয়ে বিশ্বকাপ শুরু করে আফগানিস্তান। তাদের পরের দুটো ম্যাচ ভেস্তে যায় বৃষ্টিতে। লড়াইয়ের সুযোগ পেয়ে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া ম্যাচে দারুণ লড়েছিল তারা, কিন্তু পায়নি জয়ের দেখা। সব মিলে তিন হারের হতাশা নিয়ে এখন বাড়ি ফেরার অপেক্ষায় আফগানরা।
দেশের বিমান ধরার আগেই বোমা ফাটালেন নবী। নেতৃত্ব ছাড়ার প্রসঙ্গে তিনি বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে আমাদের যাত্রা শেষ। এমন একটি ফল এসেছে যা আমরা বা আমাদের সমর্থকরা আশা করেনি। ম্যাচের ফল নিয়ে সবার মতো আমরাও হতাশ। তাই আমি অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিচ্ছি।’
নেতৃত্ব ছাড়লেও দেশের হয়ে খেলা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ৩৭ বছর বয়সী আফগান অলরাউন্ডার, ‘ম্যানেজমেন্ট এবং দলের আমাকে প্রয়োজন হলে দেশের হয়ে খেলা চালিয়ে যাব।’
এসজি