সিডনিতে লঙ্কাকাণ্ডের অপেক্ষায় অজিরা
হাতে থাকা সবকিছুই করেছে অস্ট্রেলিয়া। ৫ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে অবস্থান করছে প্রথম গ্রুপ টেবিলের দ্বিতীয়স্থানে। অবস্থানের নড়চড় না হলে সেখান থেকে সোজা সেমিফাইনালে চলে যাবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। সবটাই নির্ভর করছে ইংল্যান্ড-শ্রীলঙ্কার মধ্যকার আগামীকালের (৫ নভেম্বর) ম্যাচের উপর। ইংলিশরা হারলেই সেমি খেলার স্বপ্ন পূরণ হবে অজিদের। তাই সিডনি ক্রিকেট গ্রাউন্ডে লঙ্কাকাণ্ডের অপেক্ষায় তারা।
শুক্রবার (৪ নভেম্বর) অ্যারন ফিঞ্চের অনুপস্থিতিতে আফগানিস্তান ম্যাচে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেওয়া ওয়েড বলেছেন, ‘আমরা আজ রাতে এখানে (অ্যাডিলেডে) থাকব এবং আগামীকাল (ইংল্যান্ড-শ্রীলঙ্কা) ম্যাচ দেখব। আমরা একটি অঘটনের আশা করছি। আমরা শুরু থেকে এই অবস্থানে রেখেছি এবং এই টুর্নামেন্টে ধীরগতিতে ছিলাম। আশা করি, এর চড়া মূল্য দিতে হবে না আমাদের।’
ওয়েডের মতোই আশায় বুক বেঁধেছেন গ্লেন ম্যাক্সওয়েল, ‘আমরা এটা দেখব (ইংল্যান্ড-শ্রীলঙ্কা ম্যাচ)। আমরা নিজেদেরকে এমন পরিস্থিতিতে রেখেছি। তবে আশা করছি, শ্রীলঙ্কা আমাদের জন্য কাজ করতে পারে। আমরা সম্ভবত একটি সম্পূর্ণ খেলা একসঙ্গে খেলতে পারিনি। গত বছর বিশ্বকাপের সময়ে কয়েকটি ম্যাচ ছিল যেখানে আমরা এটা করেছিলাম।’
অস্ট্রেলিয়ান অলরাউন্ডার আরও বলেন, ‘ব্যাক-টু-ব্যাক দুর্দান্ত পারফরম্যান্স ছিল। দ্রুত খেলা শেষ করেছিলাম এবং সব দিক থেকে বেশ তীক্ষ্ণ ছিলাম। কিন্তু এই বছর এখন পর্যন্ত কয়েকটি সুযোগ মিস করেছি। আমরা দেখাতে পারিনি যে আমরা কীভাবে একটি দল হিসেবে খেলতে পারি। এটা হতাশার।’
এসজি