ভারতকে সেমিতে দেখতে চায় আইসিসি: আফ্রিদি
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের দুটি ম্যাচ নিয়ে বেশ সমালোচনা হচ্ছে। প্রথমটি ভারত-পাকিস্তান ম্যাচের শেষ ওভারে একটি নো বলকে কেন্দ্র করে। দ্বিতীয়টি, বাংলাদেশ-ভারত ম্যাচে কোহলির ফেক ফিল্ডিং নিয়ে।
ভারত ও আইসিসির সমালোচনায় মুখর অনেকে। এর মধ্যে পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার শহীদ আফ্রিদি এক কাঠি সরেস। তিনি সরাসরি বলেই দিয়েছেন, ভারতকে সেমিতে উঠানোর জন্য মরিয়া আইসিসি।
স্থানীয় শামা টিভি শো’তে আফ্রিদি বলেন, ‘আপনারা দেখেছেন (বাংলাদেশের বিপক্ষে ম্যাচে) মাঠ কতটা ভেজা ছিল। কিন্তু আইসিসি ভারতের দিকে ঝুঁকে ছিল। যেকোনো মূল্যে তারা ভারতকে সেমিফাইনালে দেখতে চেয়েছে। ভারত-পাকিস্তান ম্যাচ পরিচালনা করে সেরার পুরস্কার পাবার আশায় আম্পায়াররাও একই মনোভাব পোষণ করেন।’
বাংলাদেশের বিপক্ষে ২০ ওভারে ৬ উইকেটে ১৮৪ রান করে ভারত। জবাবে লিটন দাসের বিস্ফোরক ব্যাটিংয়ে ভর করে ৭ ওভারে বিনা উইকেটে ৬৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। এরপর শুরু হয় বৃষ্টি। ম্যাচটি থেমে যাবার আগে লিটন মাত্র ২১ বলে তুলে নেন হাফ সেঞ্চুরি। পরে কার্টেল ওভারে যখন খেলা শুরু হয় তখন ১৬ ওভারে ১৫১ রানের টার্গেট দেওয়া হয় টাইগারদের সামনে।
বৃষ্টি থেমে যাবার সঙ্গে সঙ্গে কালক্ষেপণ না করেই তড়িৎ গতিতে ম্যাচটি শুরুর পেছনে অনেকগুলো বিষয় জড়িত ছিল। আফ্রিদি বলেন, ‘ভেজা মাঠেও ভারতের খেলার প্রচণ্ড আগ্রহ ছিল। এর পেছনে ছিল অন্যকিছু। তবে লিটনের ব্যাটিং ছিল অসাধারণ। তিনি পজিটিভ ক্রিকেট উপহার দিয়েছেন।’
এসজি