স্কটল্যান্ডকে হারিয়ে সুপার টুয়েলভের লড়াইয়ে আয়ারল্যান্ড
আগের ম্যাচে উইন্ডিজকে হারিয়ে চমক দেখানো স্কটল্যান্ড এবার আর পেরে উঠেনি আয়ারল্যান্ডের সঙ্গে। ১৭৬ রান করেও তারা জিততে পারেনি। হেরেছে ৪ উইকেটে। কার্টিস কেমফারের মাত্র ৩২ বলে অপরাজিত ৭২ রানের ইনিংসে ভর করে আইরিশরা সেই রান অতিক্রম করে ১ ওভার হাতে রেখেই ৪ উইকেটে ১৮০ রান করে। ম্যাচ জিতে আয়ারল্যান্ড সুপার টোয়েলভে যাওয়ার লড়াইয়ে বেশ ভালোভাবে শামিল হলো। ২ ম্যাচে দুই দলের পয়েন্ট সমান ২ করে।
হোবার্টে টস জিতে ব্যাট করতে নেমে স্কটিশরা ওপেনরা মিশেল জোনসের ৫৫ বলে ৪ ছক্কা ও ৬ চারে ৮৬ রানের সুবাদে ৫ উইকেটে ১৭৬ রানের শক্ত পূঁজি দাঁড় করায়। অধিনায়ক রিচি বেরিংটন ৩৭, ম্যাথু ক্রস ২৮ রান করেন। ব্যাট হাতে ঝড় তুলার আগে বল হাতে ২ ওভারে ৯ রান দিয়ে ২ উইকেট নেন কার্টিস কেমফার। বড় সংগ্রহের পেছনে ছুটে আইরিশরা কখনই জয়ের পথে ছিল না। ব্যাটং পাওয়ার প্লেতে রান আসে ২ উইকেটে ৩৭। ১০ ওভার শেষে রান ছিল ৪ উইকেটে ৬৫। শেষ ১০ ওভারে জয়ের জন্য প্রয়োজন পড়ে ১১২ রানের। সেখানে ৯ ওভারেই টার্গেট অতিক্রম। আর এটি সম্ভব হয়েছিল কার্টিস কেমফারের আগ্রসাী ব্যাটিংয়ের কারণে। তৃতীয় উইকেটের পতন হওয়ার পর পঞ্চম ব্যাটসম্যান হিসেবে ক্রিজে আসলেও তিনি আক্রমণ শুরু করেন ১০ ওভার শেষে। এ সময় তার রান ছিল ৪ বলে ৫। পরবর্তিতে তিনি ২৮ বল খেলে যোগ করেন ৬৭ রান। তার ইনিংসে ছিল ২ ছক্কা ও ৭ চার। হাফ সেঞ্চুরি পূর্ন করেন মাত্র ২৫ বলে। সঙ্গী হিসেবে পেয়ে যান জর্জ ডকরেলকে। দুই জনে মিলে পঞ্চম উইকেট জুটিতে ৯.৩ ওভারে ১১৯ রান যোগ করেন। ডকরেল ২৭ বলে ১ ছক্কা ও ৪ বাউন্ডারিতে ৩৯ রান করে অপরাজিত থাকেন। ম্যাচ সেরাও হন কেমফার। স্কটল্যান্ডের মার্ক ওয়াট, ব্রেড ওয়েল, সাফয়ান শরিফ ও মিচেল লাস্ক ১টি করে উইকেট নেন।
এমপি/এএস