সাকিব ফিরে পেলেন নিজের শীর্ষস্থান
টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের সময়টা মোটেই ভালো যাচ্ছে না। একটির পর একটি ম্যাচ হেরেই চলেছে। এক একটি হারের আবার নেই কোনো শ্রী! এক কথায় সময়টা মোটেই ভালো যাচ্ছে না দলের। এই মন্দা সময়ে অনেকটা মরার উপর খাঁড়ার ঘা হয়ে এসেছে প্রস্তুতি ম্যাচ।
নিজেদের খুঁজে পেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচটি ছিল বাংলাদেশের শেষ অবলম্বন। কিন্তু সেখানে বৃষ্টি এসে ভাসিয়ে দিয়েছে পুরো ম্যাচটিই। তাই আর পরখ করে নেওয়া সম্ভব হয়নি বাংলাদেশ দলের।
এখন প্রস্তুতি যা হয়েছে, যা ঘাটতি রয়ে গেছে, কম্বিনেশন যে অবস্থায় আছে, তাই নিয়ে বাংলাদেশ দল বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে ২৪ অক্টোবর। তবে এতসব দুঃসংবাদের মাঝেও একটি সংবাদ পেয়েছে দল।
টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে আবার শীর্ষস্থান ফিরে পেয়েছেন সাকিব আল হাসান। নিউজিল্যান্ডে তিন জাতির টি-টোয়েন্টি আসরে বাংলাদেশ সব কটি ম্যাচে হারলেও সাকিব আল আছেন ছিলেন উজ্জ্বল। বিশেষ করে ব্যাট হাতে। দুইটি হাফ সেঞ্চুরিতে তিনি ৩ ম্যাচ খেলে রান করেছেন ১৫৪। বল হাতে আবার ছিলেন অনুজ্জ্বল। পেয়েছিলেন ২ উইকেট।
এই সাফল্যই তাকে নিজের শীর্ষস্থান ফিরিয়ে দিতে বড় ভুমিকা রেখেছে। পেছনে ফেলে দিয়েছেন আফগানিস্তানের মোহাম্মদ নবীকে। সাকিবের রেটিং পয়েন্ট ২৪৬। মোহাম্মদ নবীর পয়েন্ট ১৮৮।
এমপি/এমএমএ/