সাকিবের চুক্তির বিষয়ে বিসিবির ‘জিরো টল্যারেন্স’
বিশ্বব্যাপী অনলাইনে জুয়া খেলার প্রতিষ্ঠান বেটিং উইনারের অঙ্গপ্রতিষ্ঠান বেটিং উইনার নিউজের সঙ্গে সাকিব আল হাসানের চুক্তির বিষয়ে এখনো কোনো ফয়সালা হয়নি। বিসিবি চাইছে সাকিব যেন এই চুক্তি থেকে সরে আসে। কিন্তু সাকিবের পক্ষ থেকে এখনো কোনো সবুজ সংকেত পাওয়া যায়নি। কারণ, এখানে অনেক আর্থিক বিষয় জড়িত।
তবে বিসিবির পক্ষ থেকে চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। এদিকে সাকিব ইস্যুতে টি-টোয়েন্টি এশিয়া কাপ ক্রিকেটের জন্য বাংলাদেশ দল এবং অধিনায়কের নামও ঘোষণা করা হচ্ছে না। একটি সূত্রে জানা গেছে বিসিবির চাইছে সাকিবকে অধিনায়ক করেই দল ঘোষণা করতে। এদিকে আজ মিরপুরে বিসিবির ক্রিকেট অপরেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন এই ধরনের একটি প্রতিষ্ঠানের সঙ্গে সাকিবের চুক্তি বিসিবি কিছুতেই মেনে নিতে পারছে না। একই সঙ্গে তিনি দ্রুত সমাধানেরও আশা করছেন।
তিনি বলেন. ‘আমরা এটা মানছি না বলেই তাকে জানানো হয়েছে। সে আমাদের খেলোয়াড় সেও বুঝবে। আর কেউতো বিতর্কিত কোথাও জড়াতে চায় না। জেনে হোক অজান্তে হোক কিংবা ভুলে আমরা তাকে বলেছি। এটা সমাধানের চেষ্টা করছি। আশা করছি দ্রুত সমাধান করে ফেলবো ।‘ বেটিং ইস্যুতে বিসিবি ‘জিরো টলারেন্স’ থাকবে বলেও জানান জালাল ইউনুস।'
তিনি বলেন, ‘আমরা এই ধরনের বেটিং জিনিসগুলো জিরো টলারেন্স শো করি। এখানে তার যে সম্পৃক্ততা দেখা যাচ্ছে, এ ধরনের কোনো একটা কোম্পানির সাথে তার চুক্তি হয়েছে। আমরা তাকে জানিয়েছি, সে জানে ব্যাপারটা এবং আমরা এটা যত দ্রুত সম্ভব সমাধান করার চেষ্টা করছি।’
সাকিবের সঙ্গে যোগাযোগের ব্যাপারে জালাল ইউনুস বলেন, ‘একটা ইস্যু হয়েছে এবং এটা নিয়ে আমরা তার সাথে যোগাযোগে আছি। একবার তার সঙ্গে যোগাযোগ হয়েছে। আশা করি এই ইস্যুটা আমাদের সমাধান করা দরকার। এই সমস্যা সমাধানের জন্য আমরা তার সঙ্গে আলাপ করছি। দুই-একদিনের মধ্যে আপনারা জানতে পারবেন।’
এমপি/এমএমএ/