সোহানের নেতৃত্ব মনে ধরেছে ডোনাল্ডের!
নুরুল হাসান সোহান যে ছিলেন দুই দিনের বৈরাগি! এমনিতেই তিনি ছিলেন শুধুমাত্র জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি সিরিজের অধিনায়ক। মিশন ছিল ১১ দিনের। কিন্তু সেখানে মরার উপর খাঁড়ার ঘা হয়ে আসে ইনজুরি। ৯ দিনের মাথায় শেষ সেই দায়িত্ব! দ্বিতীয় ম্যাচে তার ইনজুরি তাকে টি-টোয়েন্টি সিরিজের পাশাপাশি ওয়ানডে সিরিজ থেকেও ছিটকে দেয়।
তাই আজকের ম্যাচে তার আর নেতৃত্ব দেওয়া হচ্ছে না। তিনি আছেন দেশে ফেরার পথে এখন বিমানে। কিন্তু মাত্র দুই ম্যাচেই নুরুল হাসান সোহানের নেতৃত্ব মনে ধরেছে পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের। তার কাছে মনে হয়েছে সোহান প্রথম নয়, ২০/৩০টা ম্যাচে অধিনায়কত্ব করেছেন।
তিনি বলেন,‘অধিনায়ক হিসেবে দুই ম্যাচে সে তার দেখিয়েছে যোগ্যতা। নতুন হিসেবে সে এমনভাবে নিজেকে মানিয়ে নিয়েছে যে দেখে মনে হয়েছে এর আগে ২০টা বা ৩০ ম্যাচে সে অধিনায়কত্ব করেছিল। আজকের সিরিজ নির্ধারণী ম্যাচে তাকে মিস করবেন জানিয়ে ডোনাল্ড বলেন, ‘আজ সিরিজ নির্ধারণী ম্যাচ। এই ম্যাচে তাকে খুব মিস করব। তিন সপ্তাহের জন্য সে মাঠে বাইরে চলে গেছে। আশা করছি এশিয়া কাপে তাকে আবার ফিরে পাব।’
দুইটি ম্যাচে নেতৃত্বের পাশাপাশি সোহানের ব্যাটিং আর কিপিংও মনে ধরেছে ডোনাল্ডের। দ্বিতীয় ম্যাচে ২৬ বলে চার ছক্কা আর এক চারে ৪২ রানের অপরাজিত ইনিংসে মনে দাগ কেটেছে ডোনাল্ডের।
তিনি বলেন,‘ খারাপ লাগছে তার জন্য। দারুণ ক্রিকেট খেলছিল। বলগুলোর যথাযথ ব্যবহার করছিল। কিপিংও ভালো করছিল।’
সোহানকে প্রশংসায় ভাসিয়ে তিনি আরও বলেন, ‘প্রথম ম্যাচে তার ব্যাটিং দেখেন। মনে হবে সে একাই আমাদের জেতাতে পারবে। দ্বিতীয় ম্যাচে তাকে ব্যাট করতে হয়নি। তৃতীয় ম্যাচে ইনিংসের শেষের দিকে তার ব্যাটিং সার্ভিস আমরা মিস করব। আমাদের লিটন আছে। সে কিপিংও ভালো করে। কিন্তু যখনই ফিনিশিংয়ের সময় আসবে, তখন এই দায়িত্ব অন্য কাউকে নিতে হবে।
সোমবার সকালে টিম হোটেলে সোহানের সঙ্গে দেখার সময়টি উল্লেখ করে ডোনাল্ড বলেন, ‘সকালে ব্রেকফাস্টে টেবিলে তার সঙ্গে আমার দেখা হয়েছিল। তার আঙুল বাঁধা ছিল।
এমপি/এমএমএ/