ড্র করলেই ফাইনালে বাংলাদেশের যুবারা
সাফ অনূর্ধ্ব-২০ আসরে একমাত্র অপরাজিত দল বাংলাদেশ। তিনম্যাচে শতভাগ জয় নিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে। তারপরও নিশ্চিত নয় ফাইনালে খেলা। পাঁচ দলের আসরে শীর্ষে থাকা দুই দল খেলবে ফাইনালে। কিন্তু বাংলাদেশের পেছনেই অবস্থান করছে ভারত ও নেপাল। দুই দলই তিন ম্যাচে পয়েন্ট ছয়। তাদেরও ফাইনালে যাওয়ার সম্ভাবনা আছে শতভাগ।
এই দুই দলের একটি নেপালের বিপক্ষে আজ বাংলাদেশ খেলবে তাদের শেষ ম্যাচ। নেপালেরও শেষ ম্যাচ। ভারেতর ভুবনেশ্বরের কালিঙ্গা স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৪টায়। সন্ধ্যা সাড়ে ৭টায় পরের ম্যাচে মুখোমুখি হবে ভারত ও মালদ্বীপ। এই ম্যাচ দিয়ে শেষ হবে লিগ পর্বের খেলা। ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ৫ আগস্ট।
শেষ ম্যাচে এসে বাংলাদেশ একটু সমীকরণেই পড়েছে। প্রথম তিন ম্যাচ জেতার পর তারা ফাইনালে যাওয়ার পথে এক পা দিয়েই রেখেছিল। পরিস্থিতি এমন ঘোলাটে করে তুলে ভারত-নেপালের ম্যাচ। সেই ম্যাচে ভারত ৮-০ গোলে জিতে ফাইনালে যাওয়ার লড়াইয়ে এসে শামিল হয় পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এসে। আট গোল হজম করে গোল গড়ে নেপাল নেমে আসে তিনে। ভারতের গোল + ১১টি। সেখানে বাংলাদেশের + ৫টি। নেপালের -১টি।
বাংলাদেশের কাছে ১-২ গোলে হার দিয়ে আসর শুরু করা ভারত বলা যায় ফাইনালে পৌঁছেই গেছে। কারণ প্রতিপক্ষ হিসেবে দুর্বল মালদ্বীপ। তিন ম্যাচে তাদের পয়েন্ট মাত্র এক। নেপাল ও বাংলাদেশের কাছে ৪-০ গোলে করে হেরেছেল। এই হিসেবে আজকের ম্যাচে ভারতের বড় ব্যবধানেই জয়ী হওয়ার কথা। বাংলাদেশ-নেপাল দুই দলেরই ফাইনালে যাওয়ার সম্ভাবনা থাকায় ম্যাচটি হবে দারুণ উপভোগ্য। ফাইনালে যেতে হলে নেপালকে জিততেই হবে। তাও বড় ব্যবধানে অন্তত ছয় গোলের ব্যবধানে। আসরে দারুণ খেলতে থাকা বাংলাদেশের বিপক্ষে তাদের লক্ষ্য পূরণ এক কথায় অসম্ভবই। তবে শেষ বলে কোনো কথা নেই। প্রথম দুই ম্যাচে মালদ্বীপকে ৪-০ ও শ্রীলঙ্কাকে ৩-০ গোলে হারিয়ে দারুণ শক্তিমত্তা দেখানো সেই নেপালই যে ভারতের কাছে ৮-০ গোলে বিধ্বস্ত হবে তা ছিল কল্পনাতীত।
পয়েন্ট টেবিলের অবস্থান বলে ফাইনালে যাওয়ার পথে বাংলাদেশ ও ভারতই আছে বেশি সুবিধাজনক অবস্থানে। ফাইনালে যাওয়ার জন্য বাংলাদেশকে অতোকিছু ভাবতে হবে না। শুধু ড্র করলেই চলবে। কিন্তু যে দল শ্রীলঙ্কাকে ১-০ গোলে হারানোর পর ভারতকে ২-১ ও মালদ্বীপকে ৪-১ গোলে হারিয়েছে, শেষ ম্যাচেও আছে তাদের জয়ের ক্ষুধা। পূর্ণ ১২ পয়েন্ট নিয়েই তারা ফাইনালে যেতে চান। দলের সহ অধিনায়ক মঈনুল ইসলাম মঈন বলেন, ‘ আমরা আগামী কালকের( আজ) ম্যাচের জন্য সবাই প্রস্তুত আছি। আমরা পূর্ণ ১২ পয়েন্ট নিয়েই ফাইনালে যেতে চাই। আমাদের জন্য সবাই দোয়া করবেন।
বাংলাদেশ। আজকের ম্যাচে বাংলাদেশ পাবে না মালদ্বীপের বিপক্ষে হ্যাটট্রিক ম্যান মিরাজুল ইসলামকে। তার হালকা চোট আছে। ফাইনালের জন্য তাকে শতভাগ ফিট হিসেবে চাচ্ছে দল। ফাইনালের কথা ভেবে লম্বা থ্রো করে নজর কাড়া শাহীনকেও আজ খেলানো হবে না একটি হলুদ কার্ড থাকায়। বাংলাদেশের মাথায় ঘুরপাক খাচ্ছে আজকের ম্যাচ নয়, ফাইনাল।
এমপি/আরএ/