বিপিএল চলাকালীন ক্রিকেটারদের ছাড়পত্র দেবে না বিসিবি
ফ্রাঞ্চাইজি লিগ যেন সোনার ডিম পাড়া হাঁস। আয়োজন করতে পারলেই কাড়ি কাড়ি টাকা কোষাগারে জমা। টেস্ট খেলুড়ে প্রায় সব দেশই ফ্রাঞ্চাইজি লিগ আয়োজনে মত্ত। যে সব এখনো আয়োজন করতে পারেনি, তারাও নাম লেখাচ্ছে আয়োজনে। সর্বশেষ সংযোজন দক্ষিণ আফ্রিকা।
এর ফলে একমাত্র আইপিএল ছাড়া বাকি সব দেশের আয়োজনেই সাংঘর্ষিক থাকবে। প্রায় একই সময়ে একাধিক দেশে নিজ নিজ আসর শুরু করতে পারে। এর ফলে এক দেশের ক্রিকেটার আরেক দেশের আসরে গিয়ে খেলতে পারবে না। এতে করে ভালো মানের বিদেশি ক্রিকেটারের সংকটও দেখা দেবে। বিষয়টি ভাবনায় আছে বিসিবিরও। তাইতো তারা নিজ দেশের ক্রিকেটারদের অন্য দেশের আসরে খেলার সময় অবলম্বন করবে সতর্কতা। বিপিএল চলাকালীন ছাড়পত্র দেওয়া হবে না দেশি কোনো ক্রিকেটারকে।
বিসিবির প্রধান নির্কাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন সোমবার জানিয়েছেন এমনটিই। তিনি বলেন, ‘দেখুন আমাদেরও একটা জিনিস মাথায় রাখতে হবে যে মেম্বার কান্ট্রিগুলো তারা ডোমেস্টিক টি-টোয়েন্টি লিগ চালুর জন্য একটা উইন্ডো খুঁজছে। একই সময় অন্য কোনো মেম্বারদের উইন্ডো যদি পড়ে যায়, কনফ্লিক্ট করে, তাহলে সবাই সাফার করবে। এমন না যে শুধু আমরাই সাফার করব। আমার দুইজন বা তিনজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার যদি সেখানে খেলার সুযোগ থাকে সে কিন্তু খেলছে না, আমাদের ডোমেস্টিক লিগে খেলছে। নির্দিষ্ট কোনো নাম আমি বলতে চাই না, তবে বাইরে থেকে এখানে যদি কোনো বিদেশি ক্রিকেটার আসে তারা যদি খেলতে চায় খেলবে, আবার আমাদের গুরুত্বপূর্ণ কিছু খেলোয়াড় বাইরে খেলে, তাদের কেউ কিন্তু মিস করবে। তো এটা যে শুধু আমাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে বিষয়টা মোটেও সেটা না।’
বিপিএলের পরবর্তী আসর শুরু হবে নতুন বছরের প্রথম মাসেই। একই সময়ে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ, সংযুক্ত আরব আমিরাত লিগ এমনকি প্রথমবারের মতো শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার লিগও একই সময়ে শুরুর সম্ভাবনা আছে।
এমপি/আরএ/