লিটন নয় মোসাদ্দেক অধিনায়ক, টি-টোয়েন্টি দলে মাহমুদউল্লাহ
সবাইকে চমকে দিয়ে বিসিবি জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচে নিয়মিত অধিনায়ক নুরুল হাসান সোহানের পরিবর্তে লিটন দাসকে না করে মোসাদ্দেক হোসেন সৈকতকে অধিনায়ক করেছে। মোসাদ্দেক হোসেন সৈকত হলেন বাংলাদেশের নবম টি-টোয়েন্টি অধিনায়ক। সোমবার বিকেলে বিসিবির প্রেরিস সংবাদ বিজ্ঞপ্তিতে চমক আরো আছে। বিশ্রামের কথা বলে যেখানে মাহমুদউল্লাহ রিয়াদকে অধিনায়কত্বের পাশাপাশি দলে থেকেও বাদ দেয়া হয়েছিল, সেই মাহমুদউল্লাহকে নেওয়া হয়েছে শেষ ম্যাচের জন্য। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার জন্য মাহমুদউল্লাহ বর্তমানে জিম্বাবুয়েতেই আছেন। তাই তাকে নেওয়াতে বাংলাদেশ থেকে আর উড়াল দিয়ে জিম্বাবুয়ে যেতে হচ্ছে না। মাহমুদউল্লাহ দলে ফিরেছেন একজন খেলোয়াড় হিসেবেই।
বিসিবি মোসাদ্দেক হোসেন সৈকতকে অধিনায়ক হিসেবে ঘোষণা করে চমকই দিয়েছে। কারণ মোসাদ্দেকের দলে আসনই পাকাপোক্ত নয়। অধিনায়কত্বের ঝুলিতে আছে ঘরোয়া ক্রিকেটে নেতৃত্ব দেওয়ার। মুশফিক-তামিম-মাহমুদউল্লাহ-সাকিবরা না খেলাতে তার দরজা খুলে সেরা একাদশে ডুকার। সেখানে লিটনের আসন পাকাপোক্ত। এর আগে ২০২১ সালে নিউ জিল্যান্ডের অকল্যান্ডে মাহমুদউল্লাহর অনুপস্থিতিতে তিনিই দলকে নেতৃত্ব দিয়েছিলেন। লিটন যে অধিনায়ক হতে যাচ্ছেন তা বিভিন্ন সূত্রের বরাত দিয়ে ঢাকাপ্রকাশসহ একাধিক শীর্ষস্থানীয় অনলাইন সংবাদ প্রকাশ করে। কিন্তু দিনের শেষ বেলা এসে বিসিবি ছক্কা মেরে দিয়েছে।
এমপি/