সাকিবের পাশে নাম থাকায় নিজেকে ভাগ্যবান ভাবছেন মোসাদ্দেক
টি-টোয়েন্টি ক্রিকেটে যৌথভাবে বাংলাদেশের দ্বিতীয় সেরা বোলিং মোসাদ্দেক আর সাকিবের। সাকিব বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে ২০১৮ সালে মিরপুরে উইন্ডিজের বিপক্ষে চার ওভার বোলিং করে ২০ রান নিয়েছিলেন পাঁচ উইকেট। রবিবার (৩১ জুলাই) জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে মোসাদ্দেক হোসেন সৈকতও পাঁচ উইকেট নিতে চার ওভার খরচ করেন ২০ রান। সাকিবের মতো খেলোয়াড়ের পাশে নিজের নাম দেখে নিজেকে ভাগ্যবান মনে করছেন মোসাদ্দেক।
তিনি বলেন, ‘সাকিব ভাইকে নিয়ে সব সময় সবাই এই কথাই বলে যে, তাকে নিয়ে খুব বেশি কিছু বলার নেই। এ গেমের (টি-টোয়েন্টি) জন্য লিজেন্ড সে। অবশ্যই তার যে ইকোনমি ও ৫ উইকেট, সেটা আমারও আছে। সেই জায়গা থেকে আমি বলব আমি ভাগ্যবান।’
মোসাদ্দেক বল হাতে ইনিংসের সূচনা করার পর প্রথম ওভারে পাঁচ রান দিয়ে নেন দুই উইকেট। দ্বিতীয় ওভারে চার রান দিয়ে নেন এক উইকেট। তৃতীয় ওভারে আবার পাঁচ রান দেন। নেন এক উইকেট। চতুর্থ ও শেষ ওভারেও এক উইকেট নেন রান দেন ছয়টি। সব মিলিয়ে ২০ রান। এখানে রান কম বেশি হতে পারত। হয়ে গেলে আর সাকিবের পাশে তার নামটি আসত না।
মোসাদ্দেক বলেন, ‘সেটাতো ১৯ রানও ও হতে পারত আবার ২১ রানও হতে পারত। আসলে আমি চেষ্টা করেছি ভালোভাবে শেষ করার এবং সেটাই হয়েছে শেষ পর্যন্ত।’
এমপি/এসএন