ইনজুরিতে সোহানের জিম্বাবুয়ে সফর শেষ
আঁধার কেটে আলো এসেছিল। টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নুরুল হাসান সোহানের হাতে তুলে দেওয়া হয়েছিল নেতৃত্বের দায়িত্ব। কিন্তু প্রথম ম্যাচে হারে জালেই আটকা থাকে ১৭ রানে হেরে। দ্বিতীয় ম্যাচ সাত উইকেটে জিতে আলোর সন্ধান পেয়েছিলেন নুরুল হাসান সোহান। কিন্তু সেই আলোর মুখ দেখতে না দেখতেই আবার অন্ধকার নেমে এসেছে। তবে তা দলের উপর নয়, সোহানের উপর।
ইনজুরির কারণে জিম্বাবুয়ে সফর থেকেই ছিটকে পড়েছেন তিনি। খেলা হবে না আগামীকাল, টি-টোয়েন্টি সিরিজ নির্ধারণী শেষ ম্যাচ, এরপর ওয়ানডে সিরিজ। রবিবার দিবাগত রাতে বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে তার বিষয়টি জানায়। সুস্থ হয়ে মাঠে ফিরতে তার তিন সপ্তাহ সময় লাগবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
নুরুল হাসান সোহান যে ইনজুরিতে পড়েছেন তা খেলা চলাকালীন বুঝা যায়নি। পেসার হাসান মাহমুদের একটি বল গ্লাভসবন্দি করতে গিয়ে তিনি বাম হাতের তর্জনিতে ব্যথা পান। ব্যথা পাওয়ার পরও তিনি কিপিং করে যান। বাংলাদেশ সাত উইকেটে ম্যাচ জিতে যাওয়ায় তাকে আর পরে ব্যাটিং করতে নামতে হয়নি।
খেলা শেষে তার এক্সরে করা হয়। সেখানেই বাম হাতের তর্জনিতে চিড় ধরা পড়ে। দলের সঙ্গে থাকা ফিজিও মোজাদ্দেদ আলফা সানি বলেন, ‘আমরা তার এক্স-রে করিয়েছিলাম। তাতে বাম হাতের তর্জনিতে চিড় ধরা পড়ে। এ ধরনের আঘাত থেকে সেরে উঠতে তিন সপ্তাহের সময় লাগে। যে কারণে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ ও ওয়ানডে সিরিজ তার খেলা হবে না।’
মাহমুদউল্লাহ রিয়াদকে বাদ দিয়ে নুরুল হাসান সোহানকে দায়িত্ব দেওয়া হয়েছিল শুধু এ সিরিজের জন্য সঙ্গে ছিল নতুন বাংলাদেশ গড়ার আবহ সংগীতও। কিন্তু নুরুল হাসান সোহান সেই পরীক্ষায় উতরে যাওয়ার আর সুযোগই পেলেন না প্রথম ম্যাচ হেরে দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা। আগামীকাল শেষ ম্যাজ অলিখিত ফাইনাল। কিন্তু নুরুল হাসান সোহান টস করতে পারবেন না। দর্শক সারিতে বসে দেখতে হবে খেলা।
এমপি/এসএন