মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ | ১১ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

বাংলাদেশের সামনে রানের পাহাড়

নতুন বাংলাদেশের সামনে বিপর্দে ঘনঘটা। প্রতিপক্ষ জিম্বাবুয়েকে দুর্বল মনে করে সিনিয়র ক্রিকেটারদের বাদ দিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে নুরুল হাসান সোহানকে অধিনায়কের দায়িত্ব দিয়ে এক ঝাঁক তরুণকে সঙ্গী হিসেবে দেয়া হয়েছিল। সেই দল এখন ভয়ংকর চ্যালেঞ্জের মুখে। টস জিতে ব্যাট করার সিন্ধান্ত নিয়ে জিম্বাবুয়ে বাংলাদেশের সামনে তিন উইকেটে ২০৫ রান করে বিশাল চ্যালঞ্জ ছুড়ে দিয়েছে। বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ে এটি দলগত সর্বোচ্চ রান। আগের সর্বোচ্চ ছিল পাঁচ উইকেটে ১৯৩ রান। ২০২১ সালে এই হারারেতে করেছিল জিম্বাবুয়ে। কিন্তু তারপরও তারা সেই ম্যাচটা জিততে পারেনি। চার বল হাতে রেখে বাংলাদেশ জিতেছিল পাঁচ উইকেটে। এখন দেখার বিষয় এবার রানের এই পাহাড় টপকাতে গিয়ে নুরুল হাসান সোহান অ্যান্ড কোম্পানি কী করেন? নুরুল হাসান সোহানরা অনুপ্রেরণা পেতে পারেন শ্রীলঙ্কার করা ছয় উইকেটে ২১৪ রান বাংলাদেশ টপকাতে পেরেছিল। ২০১৮ সালে শ্রীলঙ্কায় তিন জাতির নিদহাস ট্রফিতে ম্যাচটিতে বাংলাদেশ জিতেছিল পাঁচ উইকেটে। সেই ম্যাচে ম্যাচ সেরা হয়েছিলেন মুশফিকুর রহিম ৩৫ বলে চার ছক্কা ও পাঁচ চারে অফরাজিত ৭২ রানের ইনিংস খেলে। দ্বিতীয় সর্বোচ্চ রান ছিল তামিম ইকবালের ৪৪।

নতুন বাংলাদেশ হলো বোলিং আক্রমণকে কিন্তু নতুন বলা যাবে না। সবাই ছিলেন মাহমুদল্লাহর নেতৃত্বাধীন দলের সদস্য। মোস্তাফিজ-শরিফুল-তাসকিন-মোসাদ্দেক-আফিফ। ১২০ বলের মাঝে ৩০টি ডট বল ছিল। বাকি ৯০ বলে জিম্বাবুয়ের ব্যাটাররা সংগ্রহ করেন ২০৫ রান। কোনো বোলারই জিম্বাবুয়ের ব্যাটারদের সামনে বাধার পাহাড় হয়ে দাঁড়াতে পারেননি। কমপক্ষে তিন ওভার করে বোলিং করা বোলারদের মাঝে ওভার প্রতি ১০ রানের নিচে রান দিয়েছিলেন মাত্র দুই জন বোলার। মোসাদ্দেক হোসেন তিন ওভারে ৩১ রান দিয়ে এক উইকেট নিয়ে ওভার প্রতি রান দিয়েছিলেন সাত করে। নাসুম আহমেদ চার ওভারে ৩৮ রান দেন। তার ওভার প্রতি রান ছিল ৯.৫০। তিন পেসারের ওভার প্রতি রান ছিল দশের উপরে। তিন জনেই চার ওভারের কোটা পূরন করেন। তাসকিন ৪২, শরিফুল ৪৫ ও মোস্তাফিজ ৫২ রান দেন। তাদের ওভার প্রতি রান ছিল যথাক্রমে ১০.৫০, ১১.২৫ ও ১২.৫০। এ ছাড়া আফিফ হোসেন ধ্রুব এক ওভার হাত ঘুরিয়ে রান দেন ছয়।

বোলাররা রানের চাকা আটকাতে না পারার কারণে জিম্বাবুয়ে টি-টোয়ন্টি ক্রিকেটে তৃতীয়বারের মতো দুইশ রানের উপর সংগ্রহ করে। তাদের অপর দুইটি ইনিংস ছিল ২০০ ও ২৩৬। ২০০ রান করেছিল নিউ জিল্যান্ডের বিপক্ষে হ্যামিলটনে ২০১২ সালে। আর ২৩৫ রান করেছিল এ মাসেই বুলাওয়েতে দূর্বল সিঙ্গাপুরের বিপক্ষে। এই হিসেবে টেস্ট খেলুদে দেশের বিপক্ষে বাংলাদেশের বিপক্ষেই তাদের দলগত সংগ্রহ সর্বোচ্চ। অপরদিকে বাংলাদেশের বিপক্ষে পঞ্চমবারের মতো কোনো দল দুইশ বা ততোধিক রানের ইনিংস এটি। অপর ইনিংসগুলো ছিল ২২৪/৪ (নিউজিল্যান্ড), ২১৪/৬ (শ্রীলঙ্কা), ২১০/৪( শ্রীলঙ্কা এবং ২১০/৩ ( নিউজিল্যান্ড)।

ইনিংসের তৃতীয় ওভারেই ওপেনার রেজিস চাকাভাকে মোস্তাফিজ আউট করার পর মনে হয়েছিল উইন্ডিজের সাফল্য বাংলাদেশ জিম্বাবুয়েতেও টেনে এনেছে! নতুন বাংলাদেশের শুরুটা ভালোই হবে। কিন্তু ঐ শেষ। এরপর আর জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের উপর কোনো প্রভাবই বিস্তার করতে পারেননি বোলাররা। পাওয়ার প্লেতে তাদের রান আসে এক উইকেটে ৪৩। পাওয়ার প্লের পর প্রথম ওভারে প্রথম বলেই মোসাদ্দেক ক্রেইগ আরভিনকে (২১) আউট করে বাংলাদেশকে ম্যাচে রাখার ইংগিত দিয়েছিলেন। কিন্তু এই আউট তাদের জন্য কল্যাণ থেকে অকল্যাণ বহে আনে। ওয়েসলি মাধেবার ও সিকান্দার রাজার আক্রমণাত্বক ব্যাটিংয়ে বাংলাদেশের বোলিং আক্রমণ ভেঙ্গে চুরমার হয়ে যায়। এই দুই জন জুটি বাধার আগে শন উইলিয়ামস ১৯ বলে ৩৩ রানের একটি কার্যকরি ইনিংস খেলে যান। তখন দলের রানি ছল ১২.২ ওভারে ৯৯। এরপর দুই জন জুটি বেধে বাকি ৭.১ ওভারে ৯১ রান যোগ করেন। তিন বল বাকি থাকতে মাধেভেরে রিটায়ার্ড করেন। রায়ান বার্ল আসলেও কোনো বল খেলতে পারেননি। শেষ পাঁচ ওভারে রান আসে ৭৭। আসল সর্বনাশ করেন বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের নিয়মিত মুখ সিকান্দর রাজা। তিনি মাত্র ২৬ বলে চার ছক্কা ও সাত চারে ৬৫ করে অপরাজিত থাকেন। হাফ সেঞ্চুরি করেন মাত্র ২৩ বলে। মাধেভেরে ৪৬ বলে ৯ চারে ৬৭ রান করেন।

এমপি

Header Ad

ঢাকা ও চট্টগ্রামে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

ঢাকা ও চট্টগ্রামে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন। ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোট ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে বিজিবির পক্ষ থেকে পাঠানো এক খুদেবার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর শাহবাগ, মৎস্য ভবন ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। একই কারণে চট্টগ্রাম মহানগরীতেও মোতায়েন করা হয়েছে ৬ প্লাটুন বিজিবি।

জানা যায়, ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে চট্টগ্রাম যাওয়ার পথে সোমবার (২৫ নভেম্বর) বিকেল রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন-৬ এর কাজী শরিফুল ইসলামের আদালতে তোলা হলে রাষ্ট্রদ্রোহের মামলায় জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

মূলত চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে গ্রেফতারের প্রতিবাদে রাজধানী ঢাকা ও চট্টগ্রাম মহানগরীসহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ করছেন তার অনুসারীরা। বিক্ষোভ ঘিরে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি না হয়, সেজন্য সতর্কতামূলকভাবে ঢাকা ও চট্টগ্রামে বিজিবি মোতায়েন করা হয়েছে।

Header Ad

চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে ভারতের বিবৃতি

চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে ভারতের বিবৃতি। ছবি: সংগৃহীত

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতারে উদ্বেগ জানিয়েছে ভারত। পাশাপাশি বাংলাদেশ সরকারকে হিন্দুসহ সব সংখ্যালঘুদের নিরপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছে দেশটি।

মঙ্গলবার (২৬ নভেম্বর) এক বিবৃতিতে এই আহ্বান জানায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

ওই বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র শ্রী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার ও তার জামিন নাকচ করার বিষয়টি নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। আজ মঙ্গলবার ভারতের দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

তাতে আরো বলা হয়, বাংলাদেশে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের ওপর একাধিক হামলার পরে এমন ঘটনা ঘটল। বাংলাদেশে সংখ্যালঘুদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, লুটপাটের পাশাপাশি চুরি, প্রতিমা ও মন্দিরের পবিত্রতা নষ্টের একাধিক ঘটনা ঘটেছে।

বিবৃতিতে বলা হয়, যারা এই ধরনে ঘটনা ঘটাচ্ছে অপরাধীরা বড় আকারে রয়েই গেছে, এটা দুর্ভাগ্যজনক। শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে ন্যায্য দাবি উপস্থাপনকারী একজন ধর্মীয় নেতার বিরুদ্ধে অভিযোগ আনা উচিত। আমরা শ্রী দাসের গ্রেপ্তারের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে প্রতিবাদকারী সংখ্যালঘুদের ওপর হামলার বিষয়টিও উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করেছি।

আমরা শান্তিপূর্ণ সমাবেশ ও মত প্রকাশের স্বাধীনতার অধিকারসহ বাংলাদেশ কর্তৃপক্ষকে হিন্দু এবং সকল সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার আহবান জানাই।

Header Ad

সম্প্রদায়ের নেতা হিসেবে নয়, রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় গ্রেফতার: আসিফ মাহমুদ

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া (ইনসটে: চিন্ময় কৃষ্ণ দাস)। ছবি: সংগৃহীত

কোনো সম্প্রদায়ের নেতা হিসেবে নয় বরং রাষ্ট্রদ্রোহের মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে রংপুরের পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নের পাওটানা মহাবিদ্যালয় মাঠে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, বাংলাদেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতার ওপর কোনো প্রকার হস্তক্ষেপ বা আঘাত আসলে এবং অবমাননা হয় এমন রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ড হলে সরকার কঠোর ব্যবস্থা নেবে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, যদি রাষ্ট্রদ্রোহ ঘটনায় যুক্ত থাকে, সে যেই হোক, যত বড় নেতাই হোক, তাকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।

উপদেষ্টা বলেন, সম্প্রদায় বিবেচনায় নয়, রাষ্ট্রের নিরাপত্তা বিবেচনায় আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা গ্রহণ করবে।

উন্নয়ন বৈষম্য নিয়ে উপদেষ্টা বলেন, ইতিপূর্বে বাংলাদেশে এলাকাভিত্তিক বৈষম্য ছিল। যে এলাকায় প্রধানমন্ত্রী ও মন্ত্রী হয়েছে সেই এলাকায় উন্নয়ন হয়েছে। আমরা বৈষম্য নিরসন করে সারাদেশে উন্নয়ন করতে চাই।

বাজেটসহ অন্যান্য বিষয়ে রংপুরকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে জানিয়ে আসিফ মাহমুদ আরও বলেন, শেখ হাসিনা সরকারের সময় গোপালগঞ্জসহ দুই একটি জেলার উন্নয়ন করা হয়েছে। বাকি জেলাগুলোর সঙ্গে বৈষম্য করা হয়েছে। স্বাধীন বাংলাদেশে রংপুরবাসী আর কোনো বৈষম্যের শিকার হবে না।

পরে অসহায়-দুস্থ পরিবারের মাঝে প্রায় ৬০০ শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়। এ সময় ২৪’র গণঅভ্যুত্থানে শহীদের পরিবারের সদস্য রাজমিস্ত্রী শহীদ মঞ্জু মিয়ার স্ত্রী রহিমা খাতুন, গার্মেন্টসকর্মী শহীদ মামুন মিয়ার বাবা আজগর আলী এবং শহীদ সাইফুল ইসলামের স্ত্রী রানী বেগম তাদের কষ্টের কথা তুলে ধরে কান্নায় ভেঙে পড়েন।

অনুষ্ঠান শেষে তিনি রংপুরের পীরগাছা ও কুড়িগ্রাম জেলার উলিপুরে তিস্তা নদীর ওপর প্রস্তাবিত সেতু নির্মাণের জন্য পানিয়ালের ঘাট এলাকা পরিদর্শন করেন।

এ সময় উলিপুর উপজেলার শতশত মানুষ তাদের দাবি জানাতে পানিয়ালের ঘাটে উপস্থিত হন। এছাড়া নবনির্মিত পীরগাছা উপজেলা পরিষদ ভবন উদ্বোধন করেন তিনি। বিকেলে কাউনিয়া উপজেলায় অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করার কথা রয়েছে উপদেষ্টার।

Header Ad

সর্বশেষ সংবাদ

ঢাকা ও চট্টগ্রামে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন
চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে ভারতের বিবৃতি
সম্প্রদায়ের নেতা হিসেবে নয়, রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় গ্রেফতার: আসিফ মাহমুদ
সংবিধানের ৬২ জায়গায় সংশোধনের প্রস্তাব বিএনপির
বঙ্গবন্ধু রেল সেতুতে চলল পরীক্ষামূলক ট্রেন
শাপলা চত্বর গণহত্যায় শেখ হাসিনাসহ ৪৪ জনের বিরুদ্ধে অভিযোগ
এখনও দেশের প্রতিষ্ঠিত অনেক গণমাধ্যম ভুল সংবাদ ও গুজব প্রচার করছে : উপদেষ্টা নাহিদ
চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ
ইমরান খানের মুক্তির দাবিতে উত্তাল পাকিস্তান, নিহত ছয়
কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত
সিএমপি হেফাজতে ইসকনের চিন্ময় কৃষ্ণ, তোলা হবে আদালতে
মুরগির বাচ্চায় সিন্ডিকেট, দৈনিক হাতিয়ে নিচ্ছে ৯ কোটি টাকা
দেশের বাজারে স্বর্ণের নতুন দাম আজ থেকে কার্যকর
খালেদা জিয়াকে উমরাহ পালনের আমন্ত্রণ সৌদির
লঘুচাপটি নিম্নচাপে পরিণত, চার সমুদ্র বন্দরে সতর্কতা জারি
ইসকন নেতা চিন্ময়ের মুক্তির দাবিতে বাংলাদেশ সীমান্তে অবরোধের হুমকি পশ্চিমবঙ্গ বিজেপির
বিশ্ববাজারে ৩ শতাংশেরও বেশি কমলো স্বর্ণের দাম
সব ছাত্রসংগঠনের সমন্বয়ে ‘জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ’ পালনের ঘোষণা
গাজায় একদিনে ২৪ জন নিহত
৯ বছর পর খালেদা জিয়ার সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ