বাংলাদেশের একাদশে তিন পরিবর্তন
জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ দল সাজানো হয়েছে নতুন মুখের সন্ধানে। যেখানে একমাত্র নতুন মুখ ওপেনার পারভেজ হোসেন ইমন। বাকিদের সর্বনিম্ন তিনটি থেকে সর্বোচ্চ ৬৬টি ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে। সিনিয়রদের বিশ্রামে পাঠিয়ে নতুনদের বাজিয়ে দেখার কারণ প্রতিপক্ষ হিসেবে জিম্বাবুয়ে দুর্বল। এমন দলের বিপক্ষে নতুনরা কেমন করে। যদি সফল হয় তাহলে কাটবে এই ফরম্যাটের দুর্দশা। এসব দৃষ্টিকোণ থেকে একটা পূর্বাভাস ছিল একেবারে নতুন মুখ পারভেজ হোসেন ইমনের অভিষেক হতে যাচ্ছে। যেহেতু আবার উদ্বোধনী জুটির বেহাল দশা কাটছিলই না। কিন্তু সেই নতুনের উপর ভরসা রাখতে পারেনি টিম ম্যানেজমেন্ট। তাকে রাখা হয়নি সেরা একাদশে। আবার সেরা একাদশে ফিরিয়ে আনা হয়েছে মুনিম শাহরিয়ারকে। উইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি খেলার পর শেষ দুই ম্যাচে তিনি বাদ পড়েছিলেন জায়গা ধরে রাখতে না পেরে। এক পক্ষের ব্যবধানে কোনো ম্যাচ না খেলেই আবার সেরা একাদশে ফিরেছেন তিনি।
মুনিম শাহরিয়ার সেরা একাদশে ফেরায় ওপেনার তিনজন হলে গেলেন। বাকি দুইজন এনামুল হক বিজয় ও লিটন দাস। মুনিম শাহরিয়ারের পরিবর্তে এনামুল হক বিজয় ইনিংসের উদ্বোধন করে সুবিধা করতে পারেননি। এখন দেখার বিষয় আজ কে কে উদ্বোধন করবেন।
উইন্ডিজের বিপক্ষে সর্বশেষ খেলা একাদশে দুইটি পরিবর্তন ছিল অত্যাবশ্যক। কারণ দলে নেই মাহমুদউল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসান। এই দুইজনের পরিবর্তে একজন হলেন মুনিম শাহরিয়ার, অপরজন হলেন নাজমুল হোসেন শান্ত। সর্বশেষ তিনি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন ২০২১ সালের ২২ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে। ইনিংসের উদ্বোধন করে রান করেছিলেন ৫। এখন পর্যন্ত তিনি ৬টি ম্যাচ খেলে মোট রান করেছেন ৭৬। সর্বোচ্চ ৪০। শেষ ম্যাচে খেলা সেরা একাদশে পরিবর্তন আছে আরও একটি। শেখ মেহেদি হাসানকে বাদ দেওয়া হয়েছে পেসার একজন বেশি খেলাতে গিয়ে। একাদশে ফিরেছেন তাসকিন। তাসকিন সর্বশেষ খেলেছিলেন উইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ। মোস্তাফিজ-শরিফুলের সঙ্গে তাসকিনকে নিয়ে তিন পেসার রাখা হয়েছে সেরা একাদশে। স্পিনে নাসুম আহমেদই প্রতিষ্ঠিত স্পিনার। তাকে সহযোগিতা করবেন মোসাদ্দক ও আফিফ।
টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন বাংলাদেশের আবহ সংগীত নিয়ে যাত্রাটা সুখকর হয়নি নতুন কাপ্তান নুরুল হাসান সোহানের। ক্রিকেট খেলায় টস একটা বিরাট ভূমিকা পালন করে থাকে। কিন্তু সেই টসেই তিনি হেরে গেছেন। হেরে গিয়ে তাকে ফিল্ডিং করতে হচ্ছে। কখনো টস জয় ম্যাচ জেতার অর্ধেক কাজটা সেরে রাখে। সর্বশেষ উইন্ডিজ সফরে টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ টস হেরে গিয়ে বাজে অবস্থার মুখে পড়েছিল। জিততে পারেনি একটি ম্যাচও। আবার ওয়ানডেতে প্রতিটি ম্যাচেই টস জিতে নিজেদের পছন্দমতো সিদ্ধান্ত নিয়ে সবকটি ম্যাচেই জিতেছিল। এবার নুরুল হাসান সোহান তার প্রথম মুদ্রা নিক্ষেপণে জিততে পারেননি। হেরে গিয়ে ফিল্ডিং করতে নামবেন দল নিয়ে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচসহ বাকি সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে হারারে স্পোর্টস ক্লাবে। এমনকি ওয়ানডে সিরিজের সবকটি ম্যাচও।
বাংলাদেশ একাদশ: নুরুল হাসান সোহান (অধিনায়ক), লিটন দাস, মুনিম শাহরিয়ার, নাজমুল হোসেন শান্ত, এনামুল হক বিজয়, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও নাসুম আহমেদ।
এমপি/এসজি/