রাতে জিম্বাবুয়ে যাচ্ছেন তামিমরা
ফাইল ছবি
কাপ্তান তামিম ইকবালের নেতৃত্বে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আজ (শুক্রবার) মধ্যরাতে জিম্বাবুয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন তামিমসহ ওয়ানডে দলের অন্য সদস্যরা। রাত ১টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের বিমানে তারা দুবাই হয়ে কাল (শনিবার) জিম্বাবুয়ে গিয়ে পৌঁছাবেন।
সিরিজ শুরু হবে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে। যে কারণে টি-টোয়েন্টি দলের নতুন কাপ্তান নুরুল হাসান সোহানের নেতৃত্বে সেই দল জিম্বাবুয়ে গিয়েছিল গত ২৬ জুলাই দিবাগত রাতে এই একই ফ্লাইটে, একই সময়ে।
আজ তামিমের সঙ্গে বিমানে উড়াল দেবেন মূলত সিনিয়র ক্রিকেটাররা। তারা হলেন- টি-টোয়েন্টি দলের নেতৃত্ব হারানো মাহমুদউল্লাহ রিয়াদ, সঙ্গে আছেন মুশফিকুর রহিম ও তাইজুল ইসলাম।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ৫ আগস্ট। এরপর ৭ ও ১০ আগস্ট বাকি দুই ম্যাচ। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে হারারেতে। জিম্বাবুয়ে এখনো তাদের ওয়ানডে দল ঘোষণা করেনি।
বাংলাদেশ ওয়ানডে দল: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাাফিজুর রহমান, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন ও তাইজুল ইসলাম।
এমপি/এসজি/