মিঠুনের নেতৃত্বে রাতে উইন্ডিজ যাচ্ছে ‘এ’ দল
চার বছর পর আবার জাতীয় দলের ছায়া দল হিসেবে পরিচিত ‘এ’ দল মাঠে নামার সুযোগ পাচ্ছে। তাদের এই সুযোগ করে দিয়েছে উইন্ডিজ ক্রিকেট বোর্ড। তাদের ‘এ’ দলের বিপক্ষে খেলবে দুইটি চার দিনের ও তিনটি এক দিনের ম্যাচ। এই লক্ষ্যে মোাহম্মদ মিঠুনের নেতৃত্বে বাংলাদেশ দল শুক্রবার (২৯ জুলাই) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে কাতার এয়ারওয়েজের একটি বিমানে উইন্ডিজের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে। মিঠুনের দল ভাগ্যবান যে তিনি দলের সবাইকে নিয়ে একই বিমানে উইন্ডিজ যেতে পারছেন। গত মাসে জাতীয় দল উইন্ডিজ সফরে গিয়েছিল পূর্ণাঙ্গ সফরে। প্রথমে গিয়েছিল টেস্ট দল। কিন্তু তারপরও টেস্ট দলের সবাই উইন্ডিজ গিয়েছিলেন কয়েক ধাপে। আজ যাবে শুধু চার দিনের ম্যাচে ডাক পাওয়া ক্রিকেটাররা। ওয়ানডে দলের সদস্যরা যাবেন ১০ আগস্ট।
চার বছর ‘এ’ দল খেলতে গেলেও সফরে সিরিজ জয়ের ইচ্ছে পোষণ করেছেন অধিনায়ক মোহাম্মদ মিঠুন। তিনি বলেছেন, ‘ওখানে আমাদের লক্ষ্য সিরিজ জেতা। এ জন্য অনেক সেক্টরেই চ্যালেঞ্জ আসবে ও তা পার করতে হবে।’
‘এ’ দলের সফর শুরু হব্ চার দিনের ম্যাচ দিয়ে। ৪ আগস্ট প্রথম ম্যাচ। এরপর দ্বিতীয় ম্যাচ শুরু হবে ১০ আগস্ট। এরপর ওয়ানডে সিরিজের ৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৬, ১৮ ও ২০ আগস্ট। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সেন্ট লুসিয়াতে।
বাংলাদেশ ‘এ’ দল ( চার দিনের ম্যাচ)
সাদমান ইসলাম, সাইফ হাসান, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), ফজলে রাব্বি মাহমুদ, শাহাদাত হোসেন দীপু, জাকের আলি অনিক, নাইম হাসান, তানভির ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা, মুকিদুল ইসলাম মুগ্ধ, মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী ও মোহাম্মদ এনামুল হক।
এমপি/এসআইএইচ