মইনের দ্রুততম ৫০, ঘরের মাঠে রেকর্ড গড়ে ইংল্যান্ডের জয়
মাত্র ১৬ বলে ৫২ রান করে ইতিহাস গড়ে ফেললেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার মইন আলি। ৫৩ বলে ৯০ রানের বিধ্বংসী ইনিংস খেললেন জনি বেয়ারস্টোও। দুর্দান্ত ছন্দে থাকা ইংলিশ ব্যাটারদের বদৌলতে ঘরের মাঠে দলীয় সর্বোচ্চ রানের (২৩৪ রান) রেকর্ড গড়ল ইংল্যান্ড। তবে টি-টোয়েন্টি ফরম্যাটে প্রায় অসম্ভব ২৩৫ রান তাড়া করে নেমে ১৯৩ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ফলে ৪১ রানের জয় পায় ইংল্যান্ড।
এদিন নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২৩৪ রান করে ইংল্যান্ড। টি-টোয়েন্টি ক্রিকেটে ঘরের মাঠে স্বাগতিকদের এটাই হলো সর্বাধিক রান। আর সবমিলিয়ে এই ফরম্যাটে এটা হলো ইংল্যান্ডের দ্বিতীয় সর্বাধিক দলীয় সংগ্রহ। এত রেকর্ডের মাঝে একই দিনে ইতিহাস গড়েন মঈন আলি । ১৬ বলে টি-টোয়েন্টিতে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড গড়েন তিনি।
বুধবার (২৭ জুলাই) রাতে ব্রিস্টলে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয় দুই দল। টস জিতে ইংল্যান্ডকে প্রথম ব্যাট করতে পাঠায় দক্ষিণ আফ্রিকা। তবে প্রোটিয়াদের এই সিদ্ধান্তকে ভুল প্রমাণ করেন মইন আলি ও জনি বেয়ারস্টো। কারণ মঈন যখন এনগিদির বলে আউট হয়ে সাজঘরে ফেরেন ততক্ষণে ইংল্যান্ডের স্কোর ২০০ রান টপকে যায়। বিদায় নেয়ার আগে দুই চার ও ছয় ছক্কায় ১৮ বলে ৫২ রানের ইনিংস খেলেন এই অলরাউন্ডার।
এরপর দলীয় সংগ্রহটাকে আরও বড় করেন জনি বেয়ারস্টো। ৫৩ বলে ৩ চার আর ৮ ছক্কায় ৯০ রানের ইনিংস খেলেন তিনি। এছাড়া ডেভিড মালান ২৩ বলে এক চার আর ৪টি ছক্কায় করেন ৪৩ রান।
জবাবে রিজা হেনড্রিকসের ৩৩ বলে ৫৭ আর ত্রিস্টান স্টাবসের ২৮ বলে ৭২ রানের বিধ্বংসী ইনিংসের পরও ৮ উইকেটে ১৯৩ রানের বেশি যেতে পারেনি সফরকারী দক্ষিণ আফ্রিকা।
ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ উইকেট নেন রিচার্ড গ্লিসেন। ৪ ওভারে ৫০ রান দিয়ে নেন ৩টি। এ ছাড়া ২টি করে উইকেট শিকার রিস টপলে আর আদিল রশিদের। আর ১টি উইকেট নেন মঈন আলি। অপরদিকে দক্ষিণ আফ্রিকার পক্ষে একাই ৫ উইকেট নেন লুঙ্গি এনগিদি।
এসআইএইচ