শ্রীলঙ্কা থেকে সরে এশিয়া কাপ আরব আমিরাতে
শ্রীলঙ্কাতেই এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও দেশটির অর্থনৈতিক সংকট ও রাজনৈতিক অস্থিরতার কারণে তা অনেকটাই অনিশ্চিত হয়ে পড়ে। এশিয়া কাপ কোথায় হবে তা আলোচনা শুরু হয়।
অবশেষে এশিয়া কাপের ভেন্যু নিয়ে সব শঙ্কা কেটে গেল। শ্রীলঙ্কা থেকে সরেই গেল এশিয়া কাপ। এ টুর্নামেন্ট হবে সংযুক্ত আরব আমিরাতে। তবে স্বাগতিক হিসেবে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডই থাকছে।
বুধবার (২৭ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।
শ্রীলঙ্কায় এ টুর্নামেন্ট আয়োজনের সর্বোচ্চ চেষ্টা করা হয়েছিল বলেও জানান তারা। কিন্তু শ্রীলঙ্কার বর্তমান অস্থিরতার মধ্যে তা সম্ভব হয়নি। তাই শেষ পর্যন্ত সেটি সরিয়ে আরব আমিরাতেই হচ্ছে। আগামী ২৭ আগস্ট থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত হবে এশিয়া কাপের এবারের আসর।
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি জয় শাহ জানান, শ্রীলঙ্কায় এশিয়া কাপ আয়োজনের সব চেষ্টাই তারা করেছিলেন। তবে অনেক আলোচনার পর টুর্নামেন্টটি আরব আমিরাতে করার সিদ্ধান্ত নেওয়া হয়। তারা নতুন ভেন্যু হলেও শ্রীলঙ্কার কাছেই স্বাগতিকের স্বত্ত্ব থাকবে।
তিনি বলেন, এবারের এশিয়া কাপ খুব গুরুত্বপূর্ণ, এ টুর্নামেন্ট এশিয়ার দেশগুলোকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিতে সাহায্য করবে। আমি শ্রীলঙ্কা ও এমিরেটস ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাই তাদের সহযোগিতার জন্য।
যদিও শ্রীলঙ্কার রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার মধ্যেই সেখানে সিরিজ খেলে গেছে অস্ট্রেলিয়া। এ ছাড়া পাক্ইতানও টেস্ট খেলেছে। তবে এত বড় টুর্নামেন্ট আয়োজনের জন্য এ মুহূর্তে শ্রীলঙ্কা প্রস্তুত নয় বলেই সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ সরিয়ে নিতে হয়েছে বলে জানান তারা।
এসএন