শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫ | ২৬ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

ঘরের মাঠে বিশ্বকাপে রোমাঞ্চিত নিগার

একটা সময় বাংলাদেশ দলের বিশ্বকাপ ক্রিকেট খেলাই ছিল আকাশ-কুসুম কল্পনা। সেই আকাশ কুসুম কল্পনা এখন হাতের মুঠোয়। ছেলেদের পর মেয়েরাও খেলছে বিশ্বকাপ। এরপর আসে আয়োজনের পালা। সেখানেও অপূর্ণতা দূর করতে পেরেছে বাংলাদেশ। ২০১১ সালে ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে ওয়ানডে বিশ্বকাপ আয়োজনের পর ২০১৪ সালে নারী-পুরুষের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করে এককভাবে। তবে সবার আগে আয়োজন করেছিল ১৯৯৯ সালে নক আউট বিশ্বকাপ। যেটি পরে পরিবর্তন হয়ে চ্যাম্পিয়নস ট্রফি হিসেবে এখন আইসিসি আয়োজন করে থাকে। সেই আসরে অবশ্য বাংলাদেশ শুধুই আয়োজক ছিল। খেলার সুযোগ পায়নি। তাই আইসিসির মেগা ইভেন্ট আয়োজন বাংলাদেশের জন্য নতুন কিছু নয়। তারই ধারাবাহিকতায় ১০ বছর আবারও বিশ্বকাপ আসর আয়োজনের সুযোগ পেয়েছে বাংলাদেশ। ২০২৪ সালে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে বিসিবি।

২০১৪ সালের সঙ্গে ২০২৪ সালেল আয়োজনের বিস্তার ফারাক আছে। ২০১৪ সালে বাংলাদেশের নারী ক্রিকেট হাটি হাটি পা পা করে এগুচ্ছিল। এখন বিশ্বক্রিকেট বেশ শক্ত এক নাম। একবার জিতেছে এশিয়া কাপের মুকুট। ২০১৪ সালের আসর খেলেছিলেন এমন ক্রিকেটারদের মাঝে এখনো খেলছেন সালমা খাতুন, জাহানারা আলম, রুমানা আহমেদ, ফাহিমা খাতুন, খোদিজা-তুল-কোবরা, ফারজানা হক, শামীমা সুলতানা, লতা মন্ডল। কিন্তু বর্তমান অধিনায়ক নিগার সুলতানা জোৗতি তখন খেলেননি। ‍তিনি দারুণ রোমাঞ্চিত। মঙ্গলবার রাতে খবরটা শুনার পর থেকেই তার হৃদয়ে আনন্দের ঢেউ লেগেছে। ঘরের মাঠে বিশ্বকাপে খেলার অনুভুতিই আলাদা বলে জানান তিনি। তিনি বলেন, ‘খবরটা শোনার পর আমি খুব রোমাঞ্চিত। কারণ নিজের দেশে বিশেকাপ খেলার মতো সৌভাগ্য সবার হয় না। জানি না কি হবে। বেঁচে থাকলে খেলার সুযোগ পেলে আমাদের জন্য বড় একটা বিষয়। নিজের দেশের একটা বাড়তি সুবিধা থাকে, দর্শকদের সমর্থন থাকে যা দলকে বুস্ট আপ করতে অনেক বেশি সাহায্য কর।’

বাংলাদেশ স্বাগতিক হওয়া নিয়ে নিগার সুলতাান জৌাতি বলেন, ‘আইসিসি যখন থেকে নারীদের ইভেন্টগুলো ভাগাভাগি করছিল তখন থেকে ইন্টেনশন কিন্তু এটাই ছিল যেন আইসিসি নারী ক্রিকেটকে আরও বেশি প্রোমোট করতে পারে। আমার কাছে মনে হয় যেহেতু শুধু এটা নারীদের বিশ্বকাপ, বিশ্বজুড়ে ভালো নজরে থাকবে, আর বাংলাদেশ ক্রিকেটেও ফোকাস থাকবে।

২০২৪ সালে আসর। হাতে প্রচুর সময়। এখন থেকেই প্রস্তুতি নেয়া শুরু করা যায়। কিন্তু নিগার সুলতানা জ্যোতির ভাবনায় তা নেই। তার ভাবনায় তার আগের আসর। তিনি বলেন, ‘এখনও কিন্তু আমাদের হাতে অনেক বেশি সময় আছে। এখনই ওটাতে এগোতে চাচ্ছি না। আমাদের পরের যে বিশ্বকাপ বাছাই, যেটা না হলে হয়তো পরের বিশ্বকাপটা খেলতে পারবো না আমরা সেটাতে নজর দিচ্ছি। সামনের বিশ্বকাপের জন্য অনেকগুলো টি-টোয়েন্টি খেলতে পারবো। অনেকগুলো দ্বিপক্ষীয় সিরিজও আছে যেগুলোতে অন্তত তিনটা টি-টোয়েন্টি খেলবো, যেটা পরের বিশ্বকাপের জন্য প্রস্তুত করে ফেলবে। আমার কাছে মনে হয় ধাপে ধাপে এগোনো ভালো।’

এমপি

Header Ad
Header Ad

ট্রাম্পের অভিষেকে যাচ্ছেন না চীনের প্রেসিডেন্ট শি জিন পিং

ডোনাল্ড ট্রাম্প ও শি জিন পিং। ছবি: সংগৃহীত

২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের অভিষেক অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেও উপস্থিত হচ্ছেন না চীনা প্রেসিডেন্ট শি জিন পিং। বরং, তিনি তার পক্ষে উচ্চপদস্থ একজন প্রতিনিধিকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ফিন্যান্সিয়াল টাইমস এ খবর জানিয়েছে, যা ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সও প্রকাশ করেছে।

ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, শি জিন পিংয়ের বদলে চীনের একজন শীর্ষ কর্মকর্তা অনুষ্ঠানে যোগ দেবেন এবং ট্রাম্পের ট্রানজিশন টিমের সঙ্গে বৈঠকও করবেন। প্রতিবেদনে দুই সম্ভাব্য প্রতিনিধির নাম উল্লেখ করা হয়েছে। তারা হচ্ছেন চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং, যিনি বেশ কিছু আন্তর্জাতিক আনুষ্ঠানিকতায় শি জিন পিংয়ের প্রতিনিধিরূপে অংশগ্রহণ করেছেন। আরেকজন সম্ভাব্য প্রতিনিধি হতে পারেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

এছাড়া, একটি সূত্রের বরাতে বলা হয়েছে, ট্রাম্পের উপদেষ্টা দল চীনের পলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটির সদস্য ছাই চিই-কে পাঠানোর অনুরোধ করেছেন। বিশ্লেষকদের মতে, ছাই চিই শি জিন পিংয়ের সবচেয়ে বিশ্বস্ত ও প্রভাবশালী সহযোগী হিসেবে পরিচিত, তার প্রভাব হান ঝেং ও ওয়াং ইয়ের চেয়ে অনেক বেশি।

এ বিষয়ে মন্তব্যের জন্য ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাস ও ট্রাম্পের ট্রানজিশন টিমের সঙ্গে যোগাযোগ করা হয়, তবে তাৎক্ষণিকভাবে কোন পক্ষই সাড়া দেয়নি।

গত মাসে, ডোনাল্ড ট্রাম্প শি জিন পিংকে তার অভিষেক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আমন্ত্রণ জানান। যদিও বিশেষজ্ঞরা এটিকে রাজনৈতিক কৌশল হিসেবে ব্যাখ্যা করছেন, কারণ যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিপক্ষের নেতাকে অভিষেক অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো একটি বিরল ঘটনা।

এদিকে, ট্রাম্প সোমবার মন্তব্য করেছেন যে, তিনি শি জিন পিংয়ের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছেন এবং আশা প্রকাশ করেছেন যে, দ্বিতীয় মেয়াদে তাদের মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে।

Header Ad
Header Ad

মাজার, কাওয়ালি গানের ওপর হামলা সহ্য করা হবে না: ফারুকী

অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। ছবি: সংগৃহীত

মাজার, বাউল সংগীত, কাওয়ালি গানের ওপর হামলা সহ্য করা হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

শুক্রবার (১০ জানুয়ারি) সকালে গুলশান সোসাইটি লেক পার্কে চীন দূতাবাস আয়োজিত বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

মোস্তফা সরয়ার ফারুকী বলেন, মাজার বা বাউল সংগীত, কাওয়ালি গানের ওপর কোথাও কোথাও (হামলা) হচ্ছে, সব জায়গায় না। একটি জায়গায় হলেও আমরা টলারেট করবো না, আমরাদের অবস্থানটা খুব পরিষ্কার—এই ব্যাপারে শূন্য সহিষ্ণু।

উপদেষ্টা বলেন, শিল্পকলা একাডেমির পক্ষ থেকে প্রতি মাসে অনেকগুলো আয়োজন হচ্ছে। কোনো মাসে ৫২, ৭০, ৭৫। বাউলদের ব্যাপারে সুনির্দিষ্ট করে বলতে পারি, এই মাসে ১২টি সাধু মেলা ছিল, আমরা আগামী মাসে দ্বিগুণ করেছি। আগামী মাসে ২৪টি সাধু মেলা হবে। এটা আমাদের উদ্যোগ। এ ছাড়া, বেসরকারি উদ্যোগে হতেই থাকবে। শিল্প-সংস্কৃতির ব্যাপারে আমাদের সরকারের অবস্থান পরিষ্কার।

গত বুধবার ময়মনসিংহ শহরে শাহ সুফি সৈয়দ কালু শাহর মাজারে হামলা চালিয়ে মাহফিল, দোয়া ও সামা কাওয়ালি অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। এরপর গভীর রাতে কয়েকশ মাদ্রাসা ছাত্র হামলা চালিয়ে ২০০ বছরের পুরনো মাজারের একটি অংশ ভেঙে ফেলে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন শহরের রাজনৈতিক নেতা, সংস্কৃতিকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষও।

Header Ad
Header Ad

বেঙ্গলে দুই দিনের সংগীতানুষ্ঠান: শীতের সন্ধ্যায় রবীন্দ্রসংগীতের সুরধারা

ছবি: সংগৃহীত

শীতের সন্ধ্যায় সংগীতপ্রেমীদের জন্য একটি বিশেষ আয়োজন করেছে বেঙ্গল ফাউন্ডেশন। ঢাকার ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে বৃহস্পতিবার শুরু হয়েছে দুই দিনের এক বিশেষ সংগীতানুষ্ঠান। এই আয়োজনে উচ্চাঙ্গসংগীত ও রবীন্দ্রসংগীতের পাশাপাশি ঠুমরি গানের সুরের মূর্ছনায় ভাসছেন শ্রোতারা।

প্রথম দিনটি ছিল ঠুমরি, দাদরা, কাজরি, চৈতি ও সাদ্রার পরিবেশনায়। অনুষ্ঠানটি উদ্বোধন করেন বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী। তিনি ঠুমরির বিশেষত্ব তুলে ধরে বলেন, "ঠুমরি এমন এক গান, যা নিজের অনুভূতিকে এমনভাবে ব্যক্ত করে যেন, শ্রোতার চোখে জল চলে আসে। এটি প্রেম, বিরহ ও দুঃখের গান, যা একান্ত অনুভূতির প্রকাশ।"

তিনি আরও জানান, ঠুমরির উৎপত্তি ভারতীয় উপমহাদেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে রায়পুর, লক্ষ্ণৌ, গয়া ও বেনারস থেকে। বাংলায় ঠুমরি গানটি জনপ্রিয় করেছিলেন লক্ষ্ণৌর নবাব ওয়াজিদ আলী শাহ। ব্রিটিশ শাসকদের হাতে তিনি কলকাতার মেটিয়াবুরুজে নির্বাসিত হলেও তার সংগীত কর্ম আজও সমাদৃত।

এদিনের পরিবেশনায় অংশ নেন বেঙ্গল পরম্পরা সংগীতালয়ের প্রশিক্ষণপ্রাপ্ত শিল্পীরা, যারা প্রায় দশ বছর ধরে শাস্ত্রীয় সংগীত চর্চা করেছেন। সঙ্গীত পরিবেশন করেন সুস্মিতা দেবনাথ, সুপ্রিয়া দাশ, শৌণক দেবনাথ, ইসরা ফুলঝুরি খান, অভিজিৎ কুণ্ডসহ অন্যান্য শিল্পীরা। শুরু হয় সুস্মিতা দেবনাথের দাদরা 'বালামুয়া কিত গায়ে' দিয়ে, তারপর একে একে পরিবেশন হয় ঠুমরি, দাদরা, কাজরি, চৈতি এবং সাদ্রা।

আজ শুক্রবার অনুষ্ঠিত হবে রবীন্দ্রসংগীতের বিশেষ আয়োজন, যেখানে শ্রোতাদের গান শোনাবেন শিল্পী লাইসা আহমদ ও তাহমিদ ওয়াসীফ।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ট্রাম্পের অভিষেকে যাচ্ছেন না চীনের প্রেসিডেন্ট শি জিন পিং
মাজার, কাওয়ালি গানের ওপর হামলা সহ্য করা হবে না: ফারুকী
বেঙ্গলে দুই দিনের সংগীতানুষ্ঠান: শীতের সন্ধ্যায় রবীন্দ্রসংগীতের সুরধারা
মেজাজ হারিয়ে শাস্তি পেলেন তামিম ইকবাল
দুর্নীতির শঙ্কায় মাল্টার নাগরিকত্ব পাননি টিউলিপের চাচি
ক্যালিফোর্নিয়ার দাবানল নেভাতে নামানো হলো কারাবন্দিদের
শীতে কাঁপছে চুয়াডাঙ্গা
সাবেক ওসি শাহ আলমকে গ্রেফতারে সারাদেশে রেড অ্যালার্ট জারি, ধরতে চলছে যৌথ অভিযান
লস অ্যাঞ্জেলেসের দাবানল: জো বাইডেনের সমালোচনা করে চটেছেন ট্রাম্প
দেশে পাঁচজনের শরীরে নতুন ভাইরাস শনাক্ত
জিজ্ঞাসাবাদ শেষে অভিনেত্রী নিপুণকে ছেড়ে দিল পুলিশ
নারী শিক্ষার্থীদের ওয়াশরুমে ভিডিও ধারণ, যুবক আটক
বিমানবন্দরে নায়িকা নিপুণ আটক, লন্ডন যাত্রা বাতিল
কাতারের আমিরের উদ্দেশে ফেসবুকে তারেক রহমানের বার্তা
টিউলিপকে মন্ত্রিত্ব থেকে সরানোর চিন্তা ব্রিটিশ প্রধানমন্ত্রীর
ইসরায়েলি হামলায় ৯ দিনে ৪৯০ ফিলিস্তিনি নিহত
আপাতত হাসপাতালেই থাকবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া
মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৭.৮ ডিগ্রি
পাচারের টাকায় দুবাইয়ের দ্বীপে ট্রান্সকমের সিমিন ও ছেলের বিলাসবহুল ফ্ল্যাট
বদলি, শৃঙ্খলা ও নিয়োগে উচ্চপর্যায়ের ৩ কমিটি