দেড় কোটি টাকার স্পন্সর নিয়ে হকির পাশে আল আরাফাহ ব্যাংক
মুমিনুল হক সাঈদ সাধারণ সম্পাদক নির্বাচিহ হওয়ার পর বাংলাদেশের হকিতে যে স্পন্দন তৈরি হয়েছিল, সেখানে ভাটা পড়ে যায় তার অনুপস্থিতিতে। ক্যাসিনো কাণ্ডে দেশ ছাড়া হওয়ার পর থেকেই হকি খেলা আগের মতো ঝিমিয়ে পড়েছে।
নির্বাচিত সাধারণ সম্পাদকের অনুপস্থিতিতে হকি ফেডারেশন চলছে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিয়ে। সেখানে আছে আবার অভ্যন্তরীণ কোন্দল। সব মিলিয়ে হকির অবস্থা খুব একটা ভালো নয়। এর মাঝে সুখবর মিলেছে হকিতে। আল আরাফাহ ইসলামী ব্যাংক দেড় কোটি টাকার স্পন্সর নিয়ে হকির পাশে এসে দাঁড়িয়েছে।
বুধবার (২৭ জুলাই) সকালে তেজগাঁও বাংলাদেশ বিমানবাহিনীর ফ্যালকন হলে বাংলাদেশ হকি ফেডারেশন ও আল-আরাফাহ ইসলাম ব্যাংকের মধ্যে চুক্তি সম্পন্ন হয়। বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি ও বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আবদুল হান্নান ও আল-আরাফাহ ব্যাংক লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালক ফরমান এ চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানেই হকি ফেডারেশনকে ৫০ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়। বাকি এক কোটি টাকা দুই কিস্তিতে প্রদান করা হবে।
আল আরাফাহ ইসলামী ব্যাংক এই টাকা পৃষ্ঠপোষকতা করছে যুব হকির জন্য। সেপ্টেম্বর থেকে মাঠে গড়বে এই আসর। আর এই আসরের মাধ্যমে আট মাস পরে আবার মাঠে ফিরবে ঘরোয়া হকি। যুব হকিতে সারা দেশের ৫৭টি জেলা এই আসরে অংশ নেবে। খেলা হবে আটটি ভেন্যুতে। যুব হকির সর্বশেষ আসর বসেছিল ২০১৭ সালে।এবারের আসরে অনূর্ধ্ব-১৮ বয়সের খেলোয়াড়রা অংশ গ্রহণ করবে।
যুব হকির ইতিহাসে এবারই সবচেয়ে বড় আয়োজন হতে যাচ্ছে। আগের আসরে অংশ নিয়েছিল ৪০টি দল। এবার ৫৭টি। হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ বলেন, ‘ এটাই যুব হকির সবচেয়ে বড় আয়োজন। এর আগে ৪০ টির মতো জেলা নিয়ে যুব হকি হয়েছে। এবার ৫৭ টি জেলা খেলার আগ্রহ প্রকাশ করেছে।’
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের সহসভাপতি সাজেদ এ এ আদেল, মোহাম্মদ ইউসুফ আলী, জাকি আহমেদ রিপন, কোষাধ্যক্ষ হাজী মো. হুমায়ুন, সদস্য জাফরুল আহসান বাবুল, জামিল এ নাসের, টুটুল কুমার নাগ, তারেকউজ্জামান নান্নু, খাজা তাহের লতিফ মুন্না ও আল আরাফাহ এবং আল আরাফাহ ইসলামী ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক এস এম জাফর, শাব্বির আহমেদ, মো. শফিকুর রহমান, সিনিয়র এক্সিকিুইটভ ভাইস প্রেসিডেন্ট কাজী মাহমুদ করিম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ।
এমপি/এমএমএ/