বসুন্ধরা কিংস-আবাহনীর নিয়ম রক্ষার ম্যাচ আজ
এক সময় ঘরোয়া ফুটবলে আবাহনী-মোহামেডানের ম্যাচ সবচেয়ে বেশি উত্তেজনার পারদ ছড়াত। সেই দিন এখন অতীত। সেখানে এখন জায়গা করে নিয়েছে আবাহনীর সঙ্গে ফুটবলের নতুন পাওয়ার হাউজ বসুন্ধরা কিংস। কিন্তু আজকে দুই দলের ম্যাচে সে রকম কোনো উত্তেজনা থাকবে না। কারণ দুই ম্যাচ বাকি থাকতেই বসুন্ধরা কিংস শিরোপা নিশ্চিত করেছে। বসুন্ধরার এটি ছিল হ্যাটট্রিক শিরোপা। আবাহনীও রানার্সআপ হয়েছে। অথচ এসব নিশ্চিত না হলে বসুন্ধরা কিংস অ্যারেনায় আজকের ম্যাচের আবহই থাকত অন্যরকম। খেলা শুরু হবে বিকেল ৪টায়। সেখানে আজ নিয়ম রক্ষার ম্যাচ। ২০ ম্যাচে বসুন্ধরা কিংসের পয়েন্ট ৫১, আবাহনীর পয়েন্ট ৪৪।
এবারের লিগে বসুন্ধরা কিংস একটি মাত্র ম্যাচে হেরেছিল। তাও প্রথম ম্যাচে নবাগত স্বাধীনতা সংঘের কাছে। এরপর তারা তিনটি ম্যাচে ড্র করেছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব, আবাহনী লিমিটেড ও মোহামেডানের সঙ্গে। আবাহনী পাঁচটি ড্রয়ের সঙ্গে হেরেছিল দুইটি ম্যাচে।
চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলা বসুন্ধরা কিংস অ্যারেনাতে হওয়ার কারণে বসুন্ধরা কিংস আজকের ম্যাচে চ্যাম্পিয়ন ট্রফি প্রদানের জন্য বাফুফের কাছে আবেদন করেছিল। কিন্তু বাফুফে তাদের সেই আবেদনে সাড়া দেয়নি। নিয়ম অনুযায়ী চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের শেষ ম্যাচে পুরস্কার প্রদান করা হবে।
এমপি/এসএন