করোনা পজিটিভ, হাসপাতালে ভর্তি গাঙ্গুলী
এবার করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট(বিসিসিআই) সৌরভ গাঙ্গুলী। তবে তাঁর স্ত্রী ডোনা এবং কন্যা সানাক করোনামুক্ত। কারণ পরীক্ষার রিপোর্ট তাদের নেগেটিভ এসেছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত দুই দিন ধরে জ্বর ও সর্দি থাকায় চিকিৎসকের পরামর্শে সোমবার (২৭ ডিসেম্বর) করোনা পরীক্ষা করেন সৌরভ গাঙ্গুলী। পরীক্ষার রিপোর্টে করোনা পজিটিভ আসে। এরপরে আরো একবার করোনা পরীক্ষা করেন। তাতেও পজিটিভ আসলে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন এই কিংবদন্তি অধিনায়ক।তবে শেষ পর্যন্ত তাঁর চিকিৎসা হাসপাতালে না বাড়িতে হবে তা এখনও স্পষ্ট নয়। চিকিৎসকদের সঙ্গে আলোচনা সাপেক্ষে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। যদিও সৌরভ চান, বাড়িতেই তাঁর চিকিৎসা হোক।
হাসপাতাল জানিয়েছে, সৌরভের ভাইরাল লোড ৯.৫।
এর আগে চলতি বছরের শুরুতে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সৌরভ। সেই সময় অ্যাঞ্জিয়োপ্লাস্টি করে স্টেন্ট বসাতে হয়েছিল। পাঁচ দিন হাসপাতালে থাকার পরে বাড়ি ফেরেন। এরপর ২৭ জানুয়ারি ফের বুকে ব্যথা অনুভব করেন তিনি। তখন অন্য একটি হাসপাতালে ভর্তি হন তিনি।
এসআইএইচ/