বিসিবির সভাপতির ভাষ্য ব্যয় সংকোচন অবশ্যই হয়েছে!
বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ দায়িত্ব নেওয়ার পর প্রথম বছরেই এজিএম করেছে আজ (মঙ্গলবার) হোটেল সোনারগাঁওয়ে। কিছুদিন আগে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বোর্ড সভা শেষে সাংবাদিক সম্মেলনে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন ব্যয় কমানোর কথা বলেছিলেন। যে কারণে উইন্ডিজ সফরে অনেককে যেতে দেওয়া হয়নি। যেখানে অন্যতম ছিলেন নির্বাচক কমিটির প্রধান মিনহাজুল আবেদীন নান্নু ও ক্রিকেটার হাসান মাহমুদ। সেখানে হোটেল সোনারগাঁওয়ে বিসিবির এজিএম তাদের ‘ব্যয় সংকোচন’ নীতিকে প্রশ্নবিদ্ধ করে তুলে। হোটেল সোনারগাঁওয়ে শুধু এজিএমই নয়, কাউন্সিলরদের দেওয়া হয়েছে ৫০ হাজার টাকা করে,সঙ্গে একটি করে মুঠোফোন। তাদের থাকার ব্যবস্থাও করা হয়েছিল সেখানে।
এজিএম শেষে সংবাদ সম্মেলনে বিসিবির সভাপতির দিকে ছুটে গিয়েছিল এ সংক্রান্ত প্রশ্ন। বিসিবির সভাপতি ছিল বেশ গর্বিত। তারা ব্যয় সংকোচন করেছেন এবং তা বেশবড় আকারেই। তিনি বলেন, ‘ব্যয় সংকোচন আমরা অবশ্যই করেছি। কী বলেন? গতবার ১ লাখ টাকা করে দিয়েছি। এবার ৫০ হাজার করে টাকা। ফিফটি পার্সেন্টই কম। গতবার দিয়েছিলাম ল্যাপটপ, এবার মোবাইল ফোন। আপনারা ধারণাও করতে পারবেন না কী পরিমাণ অর্থ সেভ হয়েছে।’
হোটেল সোনারগাঁওয়ে কাউন্সিলারদের থাকার ব্যবস্থা করার ক্ষেত্রে সোনারগাঁওয়ের সঙ্গে চুক্তির আওতায় বিসিবি বেশ মোটা অংকের ছাড় পেয়েছে বলে জানানো হয়। এ ছাড়া বল রুমসহ আরও কয়েকটি রুমে এজিএমের জন্য ব্যবহারের ক্ষেত্রে বিসিবি চুক্তি অনুযায়ী সৌজন্য হিসেবে পেয়েছে বলেও জানানো হয়।
এমপি/এসজি/