মোহামেডানের কাছে বারিধারার হার
মোহামেডানের জন্য এবারের লিগে তেমন কোনো কিছু চাওয়া পাওয়ার নেই। লিগের অবশিষ্ট ম্যাচগুলো তাদের জন্য শুধুই আনুষ্ঠানিকতার। কিন্তু উত্তরা বারিধারার জন্য ছিল রেলিগেশন এড়ানোর। যে কারণে জয়টা তাদের খুবই প্রয়োজন ছিল। কিন্তু তারা পারেনি। হেরে গেছে ৩-০ গোলে। এই জয়ে মোহামেডান ১৯ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে পাঁচে উঠেছে। পাঁচে থাকা বাংলাদেশ পুলিশ নেমে গেছে ছয়ে। রাজশাহী মুক্তিযোদ্ধা স্টেডিয়ামে এই রাউন্ডে তারা রহমতগঞ্জের সঙ্গে গোলশূন্য ড্র করেছে। তাদের পয়েন্টও ২৯। কিন্তু গোল গড়ে মোহামেডান পাঁচে। বারিধারার পয়েন্ট ১৯ ম্যাচে ১৩। তারা আছে রেলিগেশন অঞ্চলে। অবস্থান দশে। রহমতগঞ্জ ১৫ পয়েন্ট নিয়ে আছে নয়ে।
গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা সংসদ ও শেখ রাসেল ক্রীড়া চক্রের ম্যাচও গোলশূন্য ড্র হয়েছে। ১৯ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে শেখ রাসেল আটে এবং ১২ পয়েন্ট নিয়ে মুক্তিযোদ্ধা সংসদ এগারতম স্থানে। শীর্ষে আছে হ্যাটট্রিক চ্যাম্পিয়নের দ্বারপ্রান্তে থাকা বসুন্ধরা কিংস। তাদের পয়েন্ট ১৯ ম্যাচে ৪৮। দ্বিতীয় স্থানে থাকা আবাহনী লিমিটেডের পয়েন্ট ১৯ ম্যাচে ৪১। সমান ম্যাচে ৩৪ পয়েন্ট করে নিয়ে তৃতীয় ও চতুর্থ স্থানে আছে যথাক্রমে সাইফ স্পোর্টিং ক্লাব ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
আজ (১৫ জুলাই) কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মোহামেডান প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল। শেষ পর্যন্ত ৩-০ গোলে জয় পায় তারা। মোহামেডানের হয়ে গোল করেন সুলেমান দিয়াবাতে, ওবি মোনেকো। অপর গোলটি ছিল ইউসুফের আত্মঘাতী। হারলেও বারিধারা মন্দ খেলেনি। বেশ কয়েকটি সুযোগ তারা তৈরি করেছিল। কিন্তু কাজে লাগাতে পারেনি।
শুরুতেই মোহামেডান আক্রমণ গড়ে তুলে। কিন্তু কাজে লাগাতে পারেনি। সুলেমান দিয়াবাতের ক্রস থেকে ইমন ফাঁকা পোষ্টে গোল করতে পারেননি। ইমনের ক্রস থেকে সুলেমান দিয়াবাতের হেড বারিধারার গোলরক্ষক অসম্ভব দৃঢ়তায় রক্ষা করেন। কয়েকটি সুযোগ হাতছাড়া হওয়ার পর প্রথম গোলের দেখা তারা পায় প্রথমার্ধের যোগ করা অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে। মোরসালিনের ক্রস থেকে ওবি মোনেকো বল ধরে বিপজ্জনকভাবে বক্সে ডুকে পড়েন। বাধা দিতে গিয়ে নিজেদের জালেই বল ঢুকিয়ে দেন ইউসুফ।
দ্বিতীয় গোলটি ছিল খেলার ৭০ মিনিটে। ডানপ্রান্ত থেকে শাহরিয়ার ইমনের ক্রস থেকে সুলেমান দিয়াবাতে বক্সের ভেতর থেকে হেড করে দলের দ্বিতীয় গোল করেন। মোহামেডানের শেষ গোলটি ছিল দ্বিতীয়ার্ধের খেলার যোগ করা অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে। সুলেমান দিয়াবাতের বাড়ানো পাসে বক্সের বাইরে থেকে ওবি মোনেকো বাম পায়ের প্লেসিং শটে গোলরক্ষককে পরাস্ত করেন।
এমপি/এসজি/