এক ম্যাচ বাদেই ভারতকে কঠিন জবাব ইংল্যান্ডের
তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেই কঠিন জবাব দিল ইংল্যান্ড। টপলির রেকর্ড গড়া বোলিংয়ে সফরকারী ভারতকে ১০০ রানের বড় ব্যবধানে হারিয়েছে স্বাগতিকরা। ফলে এক ম্যাচ বাদেই কামব্যাক করল ইংলিশরা। সেইসঙ্গে সিরিজে ফেরাল সমতা।
বৃহস্পতিবার লর্ডসে অনুষ্ঠিত এ ম্যাচে টস জিতে আগে ফিল্ড করার সিদ্ধান্ত নেয় ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। তার এই সিদ্ধান্তকে কাজেও লাগান ভারতীয় বোলাররা। তবে ব্যাটসম্যানদের ব্যর্থতায় শেষ পর্যন্ত পরাজয়ের গ্লানি নিয়েই মাঠ ছাড়তে হয় সফরকারীদের।
এদিন ইয়ুজবেন্দ্র চাহাল, বুমরাহ এবং হার্দিক পান্ডিয়ার নিয়ন্ত্রিত বোলিংয়ের কারণে ইংলিশদের কোনো ব্যাটারই সঠিকভাবে দাঁড়াতে পারেননি। নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে তাদের। তারপরও মইন আলি সর্বোচ্চ ৪৭, ডেভিড উইলির ৪১ জনি বেয়ারেস্টোর ৩৮, লিয়াম লিভিংস্টোনের ৩৩, জেসন রয়ের ২৩ ও বেন স্টোকসের ২১ রানের বদৌলতে ৫০ ওভার শেষে দলীয় স্কোর দাঁড়ায় ২৪৬ রান।
ভারতীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নেন চাহাল। বুমরাহ ও হার্দিক নেন ২টি করে উইকেট। আর একটি করে উইকেট মোহাম্মদ শামি এবং প্রাসিদ কৃষ্ণা।
ইংল্যান্ডের করা ২৪৬ রানের জবাবে খেলতে নেমে শুরু থেকেই একের পর এক ধাক্কা খেতে থাকে ভারতীয় দল। সেইসঙ্গে সমর্থকরাও। ইংলিশ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে কুপোকাত হয়ে ক্রিজে টিকে থাকাই কঠিন হয়ে যায় টপ-অর্ডার ও মিডল অর্ডার ব্যাটসম্যানদের। ফলে শত রান পূরণ করতেই নেই ৬ উইকেট।
তারপরও লো-অর্ডার ব্যাটসম্যানদের চেস্টায় শেষ পর্যন্ত জয়ের ধারে কাছেও পৌঁছতে পারেনি সফরকারীরা। সর্বোচ্চ রান করেন হার্দিক পাণ্ডিয়া ও রবিন্দ্র জাদেজা। দুজনেরই রান ২৯। দ্বিতীয় সর্বোচ্চ রান মোহাম্মদ সামির। তিনি করেন ২৩।
ইংলিশ বোলারদের পক্ষে সবচেয়ে বেশি উইকেট শিকার করেন রিস টপলি। মাত্র ২৪ রান খরচায় একাই ৬ উইকেট নেন এই বাঁহাতি পেসার। সেই সঙ্গে ওয়ানডে ক্রিকেটে সেরা বোলিংয়ের রেকর্ডও গড়েন তিনি। টপলি ছাড়া বাকীরা ১টি করে উইকেট নেন।
এসআইএইচ