স্বাধীনতার জালে আবাহনীর এক হালি গোল
আবাহনী পড়েছে মাঝ নদীতে। চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ক্ষীণ। এক ম্যাচ জিতলেই বসুন্ধরা কিংস হ্যাটট্রিক শিরোপা নিশ্চিত করবে। একমাত্র তারা যদি সব ম্যাচ হারে আর আবাহনী তাদের সব ম্যাচ জেতে তাহলেই আবাহনী চ্যাম্পিয়ন হবে। এই সমীকরণ বাস্তবায়ন হওয়ার কোনো সম্ভাবনা নেই।
আবার আবাহনীর রানার্সআপ হওয়ার নিয়েও খুব একটা শঙ্কা নেই। প্রিমিয়ার লিগের শেষ চার রাউন্ডের আগে আবাহনীর সমীকরণ এমন। এই সমীকরণে তারা আজ স্বাধীনতা সংঘকে ৪-১ গোলে হারিয়েছে। ১৯ ম্যাচে আবাহনীর পয়েন্ট ৪১। তারা আছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে। সবার উপরে থাকা বসুন্ধরা কিংসের পয়েন্ট ১৯ ম্যাচে ৪৮। ১৯ ম্যাচে ৩৪ পয়েন্ট করে নিয়ে সাইফ স্পোর্টিং ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব আছে যথাক্রমে তিন ও চারে। সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে সবার নিচে স্বাধীনতা সংঘ।
ঈদের বিরতির পর বৃহস্পতিবার (১৪ জুলাই) আবার শুরু হয়েছে প্রিমিয়ার লিগ ফুটবল। কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় আবাহনী প্রথমার্ধে এগিয়ে ছিল ২-১ গোলে। আবাহনীর হয়ে দোরিয়েলতন দুইটি এবং কলিন্দ্রেস ও রাফায়েল একটি করে এবং স্বাধীনতা সংঘের হয়ে জাপানি সুজুকি গোল করেন। লিগের প্রথম পর্বে দুই দলের খেলা ১-১ গোলে ড্র হয়েছিল।
খেলায় আবাহনী বড় ব্যবধানে জয়ী হলেও স্বাধীনতা সংঘও ছেড়ে কথা বলেনি। প্রথমে দুই গোল হজম করার পর তারা একটি গোল পরিশোধ করে ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছিল| এরপর প্রাধান্য বিস্তার করে খেলে আবাহনীর রক্ষণে বেশ কাঁপন ধরিয়েছিল। কিন্তু সে সব আক্রমণ থেকে গোল না পাওয়া ছিল তাদের জন্য দুর্ভাগ্যজনক। অপরদিকে আবাহনী প্রাপ্ত সুযোগ কাজে লাগিয়ে বড় ব্যবধানে জয় তুলে নেয়।
খেলার প্রথম গোল হয় ২০ মিনিটে। বক্সের উপর থেকে কলিন্দ্রেস নিখুত শটে নিশানা খোঁজে পান। ২৪ মিনিটে আবাহনীর হয়ে ব্যবধান দ্বিগুণ করেন দোরিয়েলতন| ডান পায়ের কোনাকুনি শটে তিনি গোল করেন। প্রথমার্ধের যোগ করা অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে জাহিদুল আলমের ক্রস থেকে বক্সে ঝাঁপিয়ে পড়ে হেড করে গোল করেন জাপানি সুজুকি।
স্বাধীনতার গোলরক্ষক সারোয়ারকে একা পেয়ে ৫৬ মিনিটে দোরিয়েলতন নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন। আবাহনীর চতুর্থ গোলটি ছিল দোরিয়েলতন ও রাফায়েলের আদান-প্রদানের ফসল। প্রায় মাঝ মাঠ থেকে বল ধরে রাফায়েল স্বাধীনতার রক্ষণে ঢুকে বক্সে দোরিয়েলতেনকে বাড়িয়ে দিয়েই নিজে জায়গা করে নেন। এদিকে দোরিয়েলতন চলন্ত বলে ব্যাক হিল করে আবার বল দেন রাফায়েলকে। এবার রাফায়েল বক্সের ভেতর থেকে জোড়ালো শটে গোল করেন।
এমপি/এমএমএ/