পেসার শহীদুলের ডোপ টেস্ট পজেটিভ, ১০ মাস নিষিদ্ধ
আইসিসির ডোপিং ব্যবহারের আচরণবিধি লংঘনের কারণে ১০ মাসের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন বাংলাদেশের পেসার শহীদুল ইসলাম। আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে তার এই নিষিদ্ধ হওয়ার খবর প্রকাশ করে। শহীদুলের নিষেধাজ্ঞা কার্যকর শুরু হয়েছে গত মে মাসের ২৮ তারিখ থেকে। শেষ হবে আগামী বছরের ২৭ মার্চ।
শহীদুলের মূত্রের নমুনা পরীক্ষায় পাওয়া গেছে ওয়াডার নিষিদ্ধ বস্তু ক্লোমিফেনের উপস্থিতি। তিনি এই নমুনা দিয়েছিলেন আইসিসির প্রতিযোগিতার বাইরে টেস্টিং প্রোগ্রামের অংশ হিসেবে। গত ৪ মার্চ তিনি এই নমুনা পরীক্ষা দিয়েছিলেন। শহীদুল দায় স্বীকার করেন ২৮ মে। যে কারণে তার শাস্তি সে দিন থেকেই কার্যকর শুরু হয়েছে। এটি আইসিসির ডোপিং কোডের ধারা ২.১ লঙ্ঘনের শামিল।
শহীদুলের মুত্র পরীক্ষার নমুনায় এটি ধরা পড়লেও আইসিসি জানিয়েছে এটি তিনি ইচ্ছেকৃতভাবে গ্রহণ করেননি। পারফরম্যান্স বাড়ানোর জন্য ব্যবহার করেননি।
বাংলাদেশের হয়ে তিনি এখন পর্যন্ত একটি মাত্র টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন পাকিস্তানের বিপক্ষে। তিনম্যাচের সেই সিরিজে তিনি নিয়েছিলেন এক উইকেট। উইকেটটি ছিল ওপেনার রিজওয়ানের। ২৭বছর বয়সী শহীদুল ৩.৫ ওভার বোলিং করে ৩৩ রান দিয়েছিলেন। এরপর তিনি নিউ জিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা সফরেও ছিলেন। কিন্তু কোনো ম্যাচ খেলার সুযোগ হয়নি। এবার উইন্ডিজ সফরেও তিনি টেস্ট এবং টি-টোয়েন্টি দলে ছিলেন। কিন্তু ইনুজরির কথা বলে তাকে পাঠানো হয়নি!
এমপি/এএস