২০২৩ বিশ্বকাপ সম্ভবত আমাদের চারজনের শেষ বিশ্বকাপ: তামিম
বাংলাদেশ এখন সুখি পরিবার। দুঃখের রজনি কেটে গেছে। উইন্ডিজ সফরে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজের ব্যর্থতা কিছুটা হলেও ঢাকা পড়েছে ওয়ানডে সিরিজ জয়ে। শেষ ম্যাচ জিততে পারলে স্বাগতিকদের হোয়াইটওয়াশও করা হবে। তামিম ইকবালের নেতৃত্বে বাংলাদেশ ক্রমেই ওয়ানডে ক্রিকেটে নিজেদের উঁচু থেকে আরো উঁচুতে নিয়ে যাচ্ছে। ওয়ানডে ক্রিকেটে টানা পঞ্চম সিরিজ জয় এসেছে। ধারাবাহিক এমন সাফল্যে ২০২৩ সালের বিশ্বকাপ নিয়ে বড় স্বপ্ন আঁকা শুরু করেছেন তামিম ইকবাল। সেভাবেই কম্বিনেশন তৈরি করতে চান তিনি। কিন্তু সেই বিশ্বকাপই হতে পারে আবার পঞ্চ পান্ডবের চার পান্ডব তামিম ইকবাল, সাকিব, মুশফিক ও মাহমুদউল্লাহর শেষ বিশ্বকাপ। সিরিজ নিশ্চিত করা দ্বিতীয় ম্যাচ জেতার পর পুরস্কার বিতরণ মঞ্চে এ রকমই আভাস দিলেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।
তামিম বলেন, ‘২০২৩ সালের বিশ্বকাপ হবে খুব সম্ভবত আমাদের সবার জন্য অনেক বড় একটা ইভেন্ট। বিশেষ করে আমাদের চারজনের ( তামিম, মাহমুদউল্লাহ, মুশফিক, সাকিব) জন্য হতে পারে শেষ বিশ্বকাপ। আমরা তাই আমাদের সেরা কম্বিনেশন তৈরি করব এবং আমরা সেভাবে সামনের দিকে এগুব।’
তিনি আরও বলেন, ‘আপনি যাদের বিপক্ষেই জিতেন না কেন, ইংল্যান্ড বলেন, নিউ জিল্যান্ড বলেন, দক্ষিণ আফ্রিকা বলেন আমাদের প্রচণ্ড কষ্ট করেই জিততে হয়। যে সেঞ্চুরি করে তার কষ্ট করা লাগে। যে ৫ উইকেট পায় তারও কষ্ট করা লাগে। তাই প্রত্যেকটা জয়ই আমার কাছে বিশেষ কিছু। আমরা যদি অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজ জিতি যেভাবে সেলিব্রেট করা উচিত জিম্বাবুয়ে, উইন্ডিজ বা অন্য কোনো দলের সঙ্গে একইভাবে সেলিব্রেট করা উচিত যদি সিরিজ জিতি। এটা আর্ন্তজাতিক ক্রিকেট। এখানে কেউ আপনাকে জয় ‘গিফট’ করে যাবে না। আপনাকে লড়াই করতে হবে। সবাই তাই করেছে।’
এমপি/এসআইএইচ